শতায়ু’ বীণাপাণি দেবী,কেক কাটলেন জ্যোতিপ্রিয়:

0
1007

মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে,রাজ্যের খাদ্য ও খাদ্যসরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ,মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা বড়’মা বীণাপাণি দেবীর ১০০ তম জন্ম দিন উপলক্ষ্যে গত বুধবার উত্তর২৪পরগনার ঠাকুর নগর ঠাকুর বাড়ি এসে ১০০টি মোমবাতি জ্বেলে কেক কেটে,ফুল মিষ্টি এবং নতুন বস্ত্র তুলেদেন বড় মা,বীণাপাণি দেবীর হাতে৷ তাঁর জন্মদিনকে ঘিরে ভক্তদের অনাবিল আনন্দ ছিল চোখে পড়ার মত৷ খাদ্য মন্ত্রী এদিন বলেন ,বড়মার দীর্ঘায়ু কামনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বড়মায়ের সাথে নেত্রীর সম্পর্ক মা’ও মেয়ের,আমরা বড় মায়ের সবাই সন্তানের মত৷ ১০০বছর এই জন্মদিনে আসতে পেরে খুবই ভাল লেগেছে৷- দেশের সময়ঃ

Previous articleযশোর রোডের আর এক নাম “সাহিত্য সরণী” দেশের সময়ঃ
Next article“নবমী নিশিতে জনস্রোতে ভাসল,উৎসবের শহর বনগাঁ”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here