দেশের সময় ওয়েবডেস্কঃ গত বৃহস্পতিবার থেকে রাজ্য রাজনীতিতে জল্পনার কেন্দ্রে ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। দিল্লি যাবেন বলেও ঠিক করেছিলেন। শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর শতাব্দীর মান-অভিমান নিরসন হয়। তারপর অভিনেত্রী বলেন, আমি দিদির সঙ্গে আছি। রবিবার সংগঠনের পুনর্বিন্যাস করল তৃণমূল। তাতে শতাব্দী রায়কে রাজ্যের সহ সভাপতি করা হয়েছে।
অন্যদিকে পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি পদে অপূর্ব মুখোপাধ্যায়কে বসাল কালীঘাট। ঠিক একমাস আগে গত ১৬ ডিসেম্বর দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ ছেড়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তার ঠিক একমাস পরে সেই পদে বসানো হলো দুর্গাপুরের নেতা অপূর্ব মুখোপাধ্যায়কে।
এর আগে অপূর্ববাবু দুর্গাপুর পুরনিগমের মেয়র পদে ছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়কও ছিলেন। এবার বিধানসভা নির্বাচনের ঠিক আগে পশ্চিম বর্ধমান জেলায় দলের সংগঠন ধরে রাখতে মমতা বন্দোপাধ্যায় তাঁর উপরেই রআস্থা রাখলেন।
এ ব্যাপারে জিতেন তিওয়ারি বলেন, “অপূর্ববাবু অনেক পুরনো দিনের নেতা। তিনি আগেও জেলা সভাপতি ছিলেন। তাঁর নেতৃত্বে নিশ্চয়ই ভাল কাজ হবে। আমরা এই জেলার নটি আসনই দিদিকে উপহার দিতে পারব।”