“লক্ষ্মীলাভের আশায়”৷ দেবন্বিতা চক্রবর্তী : বনগাঁ: দেশের সময়ঃ

0
880

লক্ষ্মীলাভের আশায়…

সবে মাত্র শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো| ভারাক্রান্ত মনে সবাই একটি অপেক্ষাতে রয়েছেন পরবর্তী পূজো অর্থাৎ লক্ষ্মী পূজো| এস মা লক্ষ্মী …বলে সবাই ব্যস্ত তার আবাহনে | বাড়ি থেকে ব্যবসায়ী সমিতি সব জায়গায় তার আগমনের বার্তা শোনা যাচ্ছে | মৃৎ শিল্পির হাতের ছোঁয়ায় ধীরে ধীরে সেজে উঠছেন তিনি |কিন্তু তার সাথে দ্রুত বাড়ছে বাজারের দ্রব্যমূল্য | টাকার মূল্যের পারদ রোজ একটু একটু করে নিচে নামার ফলে তার আঁচ পড়ছে দৈনন্দিন বাজারে | আনাজ পাতি থেকে শুরু করে দাম বাড়ছে মুদিখানা দ্রব্যের ও | তার ফলে পূজোরর বাজারে ও এর প্রভাব পডছে৷ সাধারণ মানুষের সাথে দোকান দার সহ অন্যান্য ব্যবসায়ীদের ব্যাবসায় যথেষ্ট ঘাটতি রয়েগেছে৷লক্ষ্মীপূজোর বাজার ঘিরেও ঘনীভূত হচ্ছে হতাশা র মেঘ | ফলমূল ,দশকর্মা ও ফুলের অতিরিক্ত মূল্যবৃদ্ধিতে খুশি হতে পারছেন না ক্রেতারা |
এর মধ্যেই আসছেন ধানের শীষ আর আলপনায় পা রেখে প্রতেকের ঘর আলো করে মা লক্ষী | ভক্ত দের সুখ ,সমৃদ্ধি আর ধনরাশি, সুস্থ জীবন কামনায় তার শুভ আগমনের আভাস নিয়ে শেষ হবে দেবীপক্ষের ।লক্ষী লাভের আশায় ফের বুক বাঁধছেন মানুষ৷

Previous articleMinisters Quarrel Over Durga Puja Style :by- Desher Samay :
Next articleবনগাঁ কার্নিভালে দর্শনার্থীদের ধৈর্য্যচ্যুতি,ছুটছেন রেড রোডে:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here