দেশের সময় ওয়েবডেস্কঃ লকডাউন মেনে চলুন। লকডাউনের আইন অমান্য করলে কড়া শাস্তি হবে। অফিসারদের তিনি এমনই নির্দেশ দিয়েছেন বলে জানালেন খোদ কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা। তিনি নিজের টুইটার হ্যান্ডেল থেকে স্পষ্ট ভাষায় লিখেছেন, “লকডাউন ভাঙলে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমার অফিসারদের বলেছি আমি।”
অনেকেই মনে করছেন, করোনাভাইরাস সংক্রমণ রুখতে যে লকডাউন চালু হয়েছে, তা এবার আরও দৃঢ় করার সময় হয়েছে। এ যেন দাঁতে দাঁত চেপে শেষ ল্যাপের দৌড়। কারণ করোনার প্রাথমিক ধাক্কায় ইতিমধ্যেই আলোড়িত রাজ্যের নানা প্রান্ত। বহু আলোচনা-পর্যালোচনার শেষে এবার চিহ্নিত করা হয়েছে রেড জ়োনগুলি। সেই জায়গাগুলোয় যাতে লকডাউনের বাঁধন সর্বোচ্চ হয়, সেটা নিশ্চিত করাই এখন সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কাজ প্রশাসনের। সেই জন্যই পুলিশ হয়তো এবার আরও কড়া হবে। যার ইঙ্গিত মিলল স্বয়ং কমিশনারের টুইটে।
Please follow #Lockdown rules seriously . I have asked my Officers to take strong legal action against violators #StayAtHomeSaveLives #KolkataFightsCorona #WeCareWeDare pic.twitter.com/AsXYS3Uh9W
— CP Kolkata Anuj (@CPKolkata) April 19, 2020
অবশ্য কলকাতা শহরজুড়ে মানুষ যাতে লকডাউন মেনে চলেন, সে জন্য আগেই পদক্ষেপ করেছিল পুলিশ। কখনও বিভিন্ন থানার কর্তারা মাইক্রোফোন নিয়ে গান গেয়ে সচেতন করেছিলেন এলাকাবাসীকে, কখনও আবার টহলদারি জিপে ছেয়ে গেছিল শহরের নানা প্রান্ত। গ্রেফতারও করা হয়েছিল বহু শহরবাসীকে। এবার কলকাতা শহরে করোনা পজিটিভের খোঁজ আরও বেশি করে মিলতে শুরু করায়, আরও কড়া হতে চলেছে পুলিশ।
ইতিমধ্যেই শহরের রেড জ়োনগুলিকে ঘিরে ফেলা হয়েছে। ব্যারিকেড করা হয়েছে বহু জায়গায়। নামানো হয়েছে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছেন, যে সমস্ত বাজার খোলা আছে সে সমস্ত এলাকায় পুলিশ যেন লকডাউন মান্য করার জন্যপর্যাপ্ত বাহিনী নামায়।
গত কয়েক দিনে পুলিশ কমিশনার অনুজ শর্মা নিজে বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন। সেইসঙ্গে পথে নেমেছেন বিভিন্ন ডিসি ও শীর্ষ আধিকারিকরা। লকডাউনের আইন কেউ ভাঙলে ব্যবস্থাও নেওয়া হয়েছে। এবার সেই সবটাই আরও বেশি কড়া হাতে সামাল দেওয়া হবে বলে মনে করছেন সকলে।