দেশের সময় ওয়েবডেস্ক: রাত থেকেই ফের পারদ নামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার রাতেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা নামবে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে পারদ পতন হবে আরও খানিকটা বেশি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী দু’দিন অর্থাৎ ২৮ এবং ২৯ তারিখে তাপমাত্রা থাকবে ১১ থেকে ১২ ডিগ্রির আশেপাশে। রাতের দিকে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানিয়েছে আলিপুর। এর পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে। তবে ৩০ তারিখ থেকে ফের কিছুটা বাড়তে পারে তাপমাত্রা।
আইএমডি-র ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নতুন বছরের পয়লা দিন থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পয়লা জানুয়ারি সন্ধের পর থেকেই বৃষ্টি শুরু হতে পারে। ২ তারিখ বাড়বে বৃষ্টির পরিমাণ। সেদিন দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলোয় মাঝারি বৃষ্টিপাত হবে। ৩ তারিখ সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর বেলা বাড়লে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে নতুন বছরের শুরুতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ একাধিক জেলায় রোদঝলমলে দিনের সঙ্গে পাল্লা দিয়ে নামবে পারদ। সঞ্জীব বাবু জানিয়েছেন, কলকাতায় তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি আশেপাশে থাকলেও জেলাতে পারদ আরও খানিকটা নামবে। বৃহস্পতিবার সকাল থেকেই শীতের মরশুমে অকাল বৃষ্টি শুরু হয়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বাদ যায়নি কলকাতাও। অবশ্য সপ্তাহ শেষে বৃষ্টি যে হবে এবং তার ফলে ফের জাঁকিয়ে শীত পড়বে এই পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। সাব-হিমালয়ান অঞ্চলের উপরে থাকা পাঁচটি জেলা জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং কালিম্পং এ দিনের বেলা ‘কোল্ড ডে’ রাতের বেলা ‘কোল্ড ওয়েভ’ অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্করা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সাধারণত কোনও দিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে কম হলে সেই দিনকে বলে ‘কোল্ড ডে’। ২৮ এবং ২৯ ডিসেম্বর এই আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। একই ছবি দেখা যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম-সহ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় শৈত্যপ্রবাহ এবং ‘কোল্ড ডে’-র সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সঞ্জীববাবুর কথায় মূলত ওয়েস্টালির সঙ্গে ইস্টারলির সংঘর্ষের ফলেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। তিনি বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর উত্তর-পূর্ব ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তর-পশ্চিম হিমালয় থেকে ধেয়ে আসবে শুষ্ক-শীতল হাওয়া। সেই সময়েই সমতল থেকে উপরের দিকে বইবে উষ্ণ-জলীয় বাষ্প পূর্ণ বায়ু। এই দুই বায়ুর মুখোমুখি সংঘর্ষের ফলেই তৈরি হবে মেঘ। এবং অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে বৃষ্টির সম্ভাবনা থাকছে বছরের প্রথম তিনদিন।