রাজ্য সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর! হোমগার্ডদের অবসরকালীন ভাতা বেড়ে হচ্ছে ৫ লক্ষ টাকা, রাজ্যে বর্ধিত ডিএ মিলবে এপ্রিল থেকেই

0
115

দেশের সময়: রাজ্য সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর। এবার থেকে হোমগার্ডদের অবসরকালীন ভাতা বেড়ে হচ্ছে ৫ লক্ষ টাকা। এতদিন ওই ভাতা ছিল তিন লাখ টাকা। মঙ্গলবার এ ব্যাপারে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। এই বিজ্ঞপ্তির জেরে উপকৃত হবেন কলকাতা ও রাজ্য পুলিশে কর্মরত প্রায় ১৮ হাজার হোমগার্ড ও তাদের পরিবার। প্রথমে হোমগার্ডদের অবসরকালীন ভাতা ছিল পঞ্চাশ হাজার টাকা। তা বাড়িয়ে তিন লক্ষ টাকা করা হয়। সেটাই এবার বেড়ে হতে চলেছে ৫ লক্ষ টাকা। ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে নবান্নের তরফে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজ্য সরকারি কর্মী, শিক্ষক, পেনশন প্রাপকরা বর্ধিত ডিএ পাবেন এপ্রিল মাস থেকেই। রাজ্য বাজেটে ঘোষণার পর অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, মে মাস থেকে ৪ শতাংশ হারে বর্ধিত ডিএ পাবেন কর্মীরা। সেইমতো মে মাসের বেতনের সঙ্গে বর্ধিত ডিএ পেয়ে গিয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। ১০ শতাংশের এর পরিবর্তে তারা ডিএ পেয়েছেন ১৪ শতাংশ। কিন্তু ভোট মিটতেই রাজ্য সরকারের নয়া সিদ্ধান্ত। মঙ্গলবার অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়, এপ্রিল মাস থেকেই বর্ধিত ডিএ দেওয়া হবে। এই বর্ধিত ডিএ রাজ্য সরকারের কর্মীরা জুন মাসের বেতনের সঙ্গে কিংবা আলাদা করে পেয়ে যাবেন। নবান্ন সূত্রের খবর, বর্ধিত এই ডিএ পাবেন রাজ্য সরকারের সমস্ত কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষক ও অশিক্ষক কর্মী, পুরসভা, পঞ্চায়েত,সরকারি সংস্থা, স্বশাসিত সংস্থার কর্মীরা। লোকসভা নির্বাচনে প্রচারপর্ব চলাকালীন পূর্ব মেদিনীপুরের একটি জনসভায় গিয়ে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এপ্রিল থেকেই ডিএ দেওয়ার চেষ্টা করছেন তিনি। তখন নির্বাচনী আচরণ বিধি ছিল। ফলে এ ব্যাপারে অর্থ দপ্তর কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারেনি। ভোট মিটতেই তাই উদ্যোগ নেওয়া হল। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। স্বভাবতই খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মীদের মধ্যে।

Previous articleAn interview with Debadrito Chattopadhyay , a renowned Rabindra Sangeet Singer থিয়েটারের শহর গোবরডাঙায় রবীন্দ্র সঙ্গীতে মগ্ন দেবাদৃত চট্টোপাধ্যায়ের একান্ত সাক্ষাতকার: দেখুন ভিডিও
Next articleMamata Banerjee ডিসেম্বর থেকেই মিলবে আবাসের টাকা, দুর্নীতি ঠেকাতে নতুন করে সমীক্ষার নির্দেশ মুখ্যমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here