রাজ্যের ১৭০ আসনে প্রার্থী দিল বিজেপির বিক্ষুব্ধরা

0
2513

দেশের সময় : বিজেপির বিক্ষুব্ধরা রাজ্যের মোট ১৭০ টি আসনে নির্বাচনী লড়াই করার জন্য ময়দানে নেমেছেন। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে গাইঘাটায় সাংবাদিক বৈঠক করে এই খবর জানানো হয়।


শ্যামাপ্রসাদ মুখার্জী সৃষ্ট ভারতীয় জনসংঘের ব্যানারে তারা এই নির্বাচনী লড়াইয়ে সামিল হচ্ছেন। সংগঠনেররাজ্য সভাপতি সুব্রত মুখার্জি এদিন অভিযোগ করেন, ‘বিজেপি শ্যামাপ্রসাদের আদর্শের কথা বললেও কার্যক্ষেত্রে তাঁরা সেই আদর্শ মেনে চলে না। বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে মহিলারা অসুরক্ষিত। অথচ শ্যামাপ্রসাদ সেই নারী সুরক্ষার কথাই বলে গেছেন। বিজেপি দুর্নীতিগ্রস্থ দলে পরিণত হয়েছে। তাই তাদের বিরুদ্ধেই মূলত আমাদের এই লড়াই শুরু হলো।’


দলের পক্ষ থেকে এদিন রাজ্যের ১৭০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় ২০টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। বাগদায় শিশির সরকার, বনগাঁ উত্তরে অরবিন্দ বিশ্বাস, বনগাঁ দক্ষিনে স্বামী দেবেশানন্দ, গাইঘাটায় ডাক্তার সজল বিশ্বাস, হাবড়ায় কিশোর বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে।

প্রার্থী সজল বিশ্বাস অভিযোগ করেন, ‘মতুয়াদের ভাঙিয়ে ঠাকুর বাড়ির নাম করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর এবং তাঁর ছেলেরা বিজেপিকে চাপে রেখে নিজেদের বাড়ির সদস্যকে প্রার্থী করছে। এটা মতুয়া সম্প্রদায়ের মানুষ মেনে নিতে পারছেন না। আর তার বিরুদ্ধে আমাদের লড়াই।’


Previous articleদিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন চিএ সাংবাদিক অশোক মজুমদার
Next articleমুখ্যমন্ত্রীর ভাঙ্গা পায়ের এক শটেই ২৩০ টি গোল :জ্যোতিপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here