ইন্দ্রজিৎ রায়, দেশের সময়,
শান্তিনিকেতন
বোলপুরের ভুবনডাঙ্গার প্রসাদ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী ও যুব সমিতি ও বোলপুর পৌরসভার উদ্যোগে ৮৪ তম বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হলো রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত ভুবনডাঙ্গায়।
১৯৩৬ সালের ২২ শে আগস্ট গুরুদেব এসে শান্তিনিকেতন লাগোয়া ভুবনডাঙ্গায় বৃক্ষরোপণ করেন। সেই ঐতিহাসিক দিনটি স্মরণ করে ভুবনডাঙ্গাবাসি প্রতি বছর আজকের দিনে মহা সাড়ম্বরে শান্তিনিকেতনের ঐতিহ্যে বৃক্ষরোপণ উৎসব উদযাপন করেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটেয় মরু বিজয়ের কেতন উড়াও গানটির তালে সমবেত নৃত্যের ছন্দে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কচিকাঁচারা। পরে পঞ্চভূতের আহবানে বৃক্ষরোপণ অনুষ্ঠানটি সূচিত হয়। আমলকি শিশু বৃক্ষরোপণ করেন বোলপুরে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত হাজরা ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীণা বীরবংশী সহ অভ্যাগত গুণীজনেরা।