দেশের সময় ওয়েবডেস্ক:পরাজয়ের গ্লানিকে দুর করে জয়ের পথ খুঁজে পেয়েছিল দল। রবিবার ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিপুল জয়। আজও যেন ঘরের মাঠে সেই ছন্দেরই আরেক ঝলক দেখলো চার্চিল ব্রাদার্স। জনি, জবি, বোরহা, কোলাডো-র দাপটে ইস্টবেঙ্গল শিবিরে অব্যহত লাল হলুদ ছন্দ। পাশাপাশি বলার বিষয় আগের ম্যাচেই মোহনবাগান-এর বিরুদ্ধে দলের অভিষেক ঘটেছে স্যান্টোস কোলাডো-র। ক্রীড়া মহলের মতে, ডার্বিতেই বোঝা গেছিল দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তিনি। আর আজ এক গোলে পিছিয়ে যাওয়া দল ক্ষমতায় ফিরলো তারই গোলে। ম্যাচের সেরাও মনোনীত হয়েছেন স্যান্টোস কোলাডো। খেলার ফলাফল ২-১। যদিও ডার্বিতে খেলা ইস্টবেঙ্গলের প্রথম একাদশে এদিন পরিবর্তন ঘটান কোচ আলেহান্দ্রো মেনেনদেজ। লালরাম চুলোভা-র বদলে এদিন মাঠে নামেন সামাদ আলি। খেলা শুরু হতেই লাল হলুদের প্রাক্তনী প্লাজার গোলে এগিয়ে যায় চার্চিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঝাপিয়ে পড়েছিল গোটা দল। ৩৩মিনিটে রালতে-র কর্ণার থেকে পায়ে বল পেয়ে ভূল করেননি কোলাডো। প্রথমার্ধেই সমতায় ফেরে দল। খেলার শেষ লগ্নে ইস্টবেঙ্গলের জয়সূচক গোলটি আসে ডিকা-র পা থেকে। ফ্রি-কিক থেকে সরাসরি চার্চিল ব্রাদার্স-এর জালে বল জড়ান তিনি। জয়ের মাধ্যমে সাত থেকে পাঁচ ধাপ এগিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের দুই নম্বরে ইস্টবেঙ্গল।