মোদীর সভায় ভিড় জমাবে মতুয়ারাই,দাবি বিজেপির

0
1010

দেশেরসময় ওয়েবডেস্কঃ আজ শনিবার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী।বিজেপি সূত্রের খবর সেখানে শুধু নদিয়া দক্ষিণ থেকে ৫০ হাজার লোক নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তা ছাড়া, মতুয়া সংগঠনের তরফেও রানাঘাট লোকসভা এলাকা থেকে লোক নিয়ে যাওয়া হচ্ছে বাসে এবং গাড়িতে । মতুয়াদের কাছে টানতে মাঠে নেমেছে তৃণমূল ও বিজেপি৷ দুই পক্ষই মতুয়াদের টানতে বদ্ধপরিকর৷বিভিন্ন জায়গায় মতুয়া সংগঠনের তরফে ধর্মসভা ডাকা হলেও বিজেপি এবং তৃণমূল নেতাদের উপস্থিতি যথেষ্ট নজরে পড়েছে। মতুয়া-ধাম ঠাকুরনগরে মোদীর আসার সুযোগে মতুয়াদের মধ্যে জনসংযোগ আরও এক বার ঝালিয়ে নিতে চাইছে বিজেপি।

বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার মধ্যে যে আটটি বিধানসভা এলাকা রয়েছে, তার মধ্যে কল্যাণী এবং হরিনঘাটা বাদে বাকি ছ’টিই রানাঘাট লোকসভা কেন্দ্রের অধীনে। আটটি বিধানসভা এলাকার বেশির ভাগ অংশেই মতুয়া ভোটের প্রাধান্য রয়েছে। বিজেপি সূত্রের খবর, মতুয়া ভোট যে সব জায়গায় বেশি, যেমন কৃষ্ণগঞ্জ বা রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এলাকার এক-একটি থেকে ১০ হাজার করে লোক নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তার জন্য বিভিন্ন মণ্ডল কমিটি থেকে প্রয়োজনে ৫০-৬০টি বাসের ব্যবস্থা করা হবে। বাকি বিধানসভা এলাকাগুলি থেকে গড়ে ৮ -১০ হাজার করে লোক নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। জেলা বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, জেলায় রোজ গড়ে প্রায় ৬৫০টি বাস চলাচল করে। তার প্রায় ৭০ শতাংশই মোদীর জনসভায় লোক নিয়ে যাওয়ার জন্য ভাড়া করা হয়েছে। এ ছাড়াও নেওয়া হচ্ছে নানা ছোট গাড়ি। রানাঘাট মহকুমা এলাকার যে সব জায়গার সঙ্গে উত্তর ২৪ পরগনার বনগাঁর রেল যোগাযোগ ভাল, সেই সব এলাকা থেকে অনেকে ট্রেনেও আসবেন বলে খবর। বিজেপি-ঘনিষ্ঠ অন্তত পঁচিশ হাজার মতুয়াকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে জানান উত্তর ২৪পরগনার জেলার নেতা দেবদাস মন্ডল। তার দাবি, “তৃণমূল হুমকি ও বাধা দেওয়ায় অনেক জায়গায় আমরা গাড়ি ও বাস পেতে সমস্যায় পড়ছি।’’ উত্তর ২৪পরগনার জেলা পরিবহন দপ্তরের সদস্য তথা গোপাল শেঠ বলেন এই জেলায় অন্যান্য দিনের মতই স্বাভাবিক থাকছে যানবাহন৷ ভুল তথ্যে কান না দেওয়াই উচিত।

Previous articleকেমন হল অন্তর্বর্তী বাজেট, রইল বিস্তারিত
Next articleবড়মা-র আশীর্বাদ নিয়ে মতুয়াদের মঞ্চে মোদী, আয়ুষ্মান ভারত নিয়ে মমতাকে আক্রমণ মোদীর,পাল্টা জবাব মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here