দেশের সময় ওয়েবডেস্কঃ লিওনেল মেসির মতো মহাতারকাকে কিনতে চায় লিভারপুলও। কিন্তু বাস্তব হচ্ছে, মেসিকে কেনার মতো সামর্থ্য নেই লিভারপুলের। সাফ জানিয়ে দিলেন লিভারপুলের কোচ জুরগেন ক্লপ। মেসিকে কিনতে চান কিনা এই প্রশ্ন করা হলে ক্লপ বলেন, ‘মেসিকে কিনতে কে না চায়। কিন্তুঅত বড় অঙ্কের অর্থ দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তবে ও একজন দারুণ খেলোয়াড়।’
প্রিমিয়ার লিগে আগামী মরশুমেলিভারপুলের খেতাব ধরে রাখার মিশনে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে সিটিকে। সংবাদমাধ্যমের খবর, পেপ গুয়ার্দিওলার দলই মেসিকে দলে টানার ব্যাপারে সবচেয়ে এগিয়ে রয়েছে। মেসি দলে এলেলিভারপুলের প্রতিপক্ষ হয়ে উঠবে আরও শক্তিশালী। নিশ্চিতভাবেই দলের জন্য যা ভাবনার কারণ, ক্লপ নিজেও তা মানছেন। তবে তিনি বিষয়টি দেখছেন ইতিবাচক দৃষ্টিকোণ থেকে। ক্লপ বলেন, ‘মেসি সিটিতে এলে প্রিমিয়ার লিগের জন্য খুব ভালোহবে। তবে প্রিমিয়ার লিগের জন্য তেমনপ্রচার দরকার আছে কি-না, নিশ্চিত নই।’ একই সঙ্গে তিনি বলেন, ‘মেসি কখনও অন্য কোনও লিগে খেলেনি। এখানকার ফুটবল ভিন্ন। তাই মেসি যদি এখানে খেলে, তাহলে পরিস্থিতি কী দাঁড়ায়, আমি দেখতে চাইব।যদিও তেমন কিছু হবে বলে আমার মনে হয় না।’