মা ফ্লাইওভারে বাইক রেখে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি

0
418

দেশের সময়ওয়েবডেস্কঃ রবিবারের সকালে কলকাতা ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হল। মা ফ্লাইওভারে বাইক রেখে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। মা ফ্লাইওভারের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েছে পুলিশ-প্রশাসন।

মা ফ্লাইওভারে একের পর এক বাইক দুর্ঘটনার খবর এতদিন শিরোনামে ছিল। এবার সে ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটল রবিবার সকালে। পুলিশ সূত্রে খবর, এদিন সকাল পৌনে সাতটা নাগাদ মাঝবয়সী ব্যক্তি মা ফ্লাইওভারে নিজের বাইরে দাঁড় করিয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন।

পুলিশ সূত্রে খবর, নিহত ওই ব্যক্তির নাম প্রণব কুণ্ডু। তাঁর বয়স ৫৮ বছর। তিনি শ্রীভূমি এলাকার বাসিন্দা। এদিন পার্কসার্কাসের দিক থেকে বাইক নিয়ে মা ফ্লাইওভারের উপরে ওঠেন তিনি।
এরপর সায়েন্স সিটির কাছে পরমা আইল্যান্ডের ওপরে এসে নিজের বাইকটি দাঁড় করান ফ্লাইওভারের উপরে রাস্তার ধারে। তারপরই উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় ওই ব্যক্তি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ। তার দেহ উদ্ধার করে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আত্মঘাতী ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Previous articleWeather Update: তৈরি জোড়া ঘূর্ণাবর্ত,কলকাতায় জারি হলুদ সতর্কতা, দক্ষিণবঙ্গের জন্য বিপদের ৪৮ ঘণ্টা!
Next articleপাঞ্জাবের মুখ্যমন্ত্রী কে? মহানাটকের অবসান আর কিছুক্ষণেই ..সম্ভবত সুখজিন্দর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here