প্রদীপ দে, ঢাকা: মা ইলিশ রক্ষায় এবং জেলেদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়াতে ২৪৬ কোটি ২৮ লাখ টাকা খরচে একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন পেয়েছে বলে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান জানিয়েছেন।

অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সরকারি বাসভবন গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার পরে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের বলেন, মা ইলিশ বঁাচাতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং অভয়াশ্রম ব্যবস্থাপনার মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়ানো প্রকল্পটির উদ্দেশ্য।

পরিকল্পনা কমিশনের সদস্য (কৃষি, জলসম্পদ ও পল্লি প্রতিষ্ঠান বিভাগ) মোহাম্মদ জাকির হোসেন আকন্দ বলেন, প্রকল্পের আওতায় ৩০ হাজার জেলে–‌পরিবারের জন্য বিকল্প কর্মসংস্থান, ১০ হাজার বৈধ জাল বিতরণ ও মা ইলিশ সংরক্ষণে সচেতনতা গড়ে তোলা হবে। তিনি বলেন, দেশে মোট মাছ উৎপাদনে ইলিশের অবদান সর্বোচ্চ ১১ শতাংশ এবং জিডিপি–‌তে ১ শতাংশ। জাকির হোসেন জানানন, ‘‌বিশ্বের বেশির ভাগ ইলিশ আমাদের এই অঞ্চলেই হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here