মহিলাকে ধর্ষণের পর খুন হাবড়ায়

0
2261

দেশের সময় ওয়েবডেস্ক:‌ এক মহিলাকে ধর্ষণ ও খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়়়। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাবড়ার ফুলতলায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই রবিবার দুপুরে খাওয়াদাওয়া সেরে ঘাস কাটতে বেড়িয়েছিলেন ওই মহিলা। বিকেল গড়াতেই নিয়মিত বাড়ি ফিরে আসেন তিনি। কিন্তু এদিন সন্ধে হয়ে যাওয়ার পরও ফেরেননি। বিপদের আশঙ্কা করেই মাকে খুঁজতে বের হন ওই মহিলার ছেলে। জানা গিয়েছে, দীর্ঘক্ষণ পর এলাকার একটি জঙ্গলের মধ্যে মায়ের নলি কাটা দেহ দেখতে পান যুবক! মহিলার গায়ে কাপড়ও ছিল না। এরপরই খবর দেওয়া হয় হাবড়া থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশবাহিনী। দেহটি উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তে। পুলিশের অনুমান ধর্ষণের পর মহিলাকে খুন করা হয়েছে। অভিযুক্তদের খুঁজছে পুলিশ। 

Previous articleমদের দোকান খুলতেই উপচে পড়ল ভিড়, লাঠি চালাতে হল পুলিশকে,কলকাতা থেকে জেলা একই ছবি
Next articleপাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করলে তাকে যোগ্য উত্তর দেওয়া হবে‌:‌ জেনারেল এমএম নারাভানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here