মহাকরণে চলল গুলি, মৃত পুলিশ কর্মী

0
1397

দেশের সময় ওয়েবডেস্কঃ শুক্রবার দুপুরে রাইটার্স বিল্ডিংয়ে হঠাৎই চলল গুলি। তাতে মৃত্যু হল একজন পুলিশ কর্মীর। ওই পুলিশ কর্মী আত্মহত্যা করেছেন নাকি ভুল করে আচমকাই তাঁর বন্দুক থেকে গুলি বেরিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ঘটনাটি ঘটেছে রাইটার্স বিল্ডিংসের ৬ নম্বর গেটের কাছে। ভিতরে কাছেই প্রেস কর্নার। ৬ নম্বর গেটের ভিতরে সাধারণ চেয়ার নিয়ে বসে থাকেন নিরাপত্তা রক্ষীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল ৩ টে ৩৫ নাগাদ হঠাৎই গুলির শব্দ শোনা যায়। তা শুনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মহাকরণে। ছোটাছুটি পড়ে যায়। দেখা যায়, ৬ নম্বর গেটের কাছে এক পুলিশ কর্মী মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন। রক্তে ভেসে যাচ্ছে। পাশে পড়ে রয়েছে তাঁর সার্ভিস রিভলবার।

সূত্রের খবর, মৃত পুলিশকর্মীর নাম বিশ্বজিৎ কারক। বয়স ৩৬ বছর। ৫ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের অনেকের দাবি, একটি গুলি নাকি ছিটকে দেওয়ালেও লেগেছে। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত না করে কিছুই বলা যাবে না। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে লালবাজারের হোমিসাইড ডিপার্টমেন্টের পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। গোটা জায়গা ঘিরে ফেলা হয়েছে। ওই পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, কীভাবে গুলি চলেছে তা স্পষ্ট নয়। এ ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদও করছে পুলিশ।

Previous article‘সাম্রাজ্য বিস্তারের জমানা খতম হয়ে গেছে’ চিনকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর
Next articleকরোনা আক্রান্ত বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, নিজেই টুইট করে জানালেন সে কথা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here