মন্দিরের দান বাক্স ভেঙে দুঃসাহসিক চুরি বনগাঁয়

0
2348

দেশের সময়, বনগাঁ: গভীর রাতে মন্দিরের দান বাক্স ভেঙে দুঃসাহসিক চুরি৷ ঘটনাটি ঘটেছে উত্তর২৪পরগনার বনগাঁ থানার শিমুলতলা রাধাগোবিন্দ মন্দিরে৷ সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে এই মন্দিরে চলছে বার্ষিক অনুষ্ঠান এবং হাজার হাজার ভক্তরা প্রণামীর জন্য দান বাক্সে জমা দিচ্ছিলেন টাকা৷

অভিযোগ শুক্রবার গভীর রাতে তিনজন যুবক মন্দিরের সামনে থাকা দান বাক্স ভেঙে সেখান থেকে বেশ কয়েক হাজার টাকা চুরি করে পালিয়ে যায়৷ বার্ষিক অনুষ্ঠান চলাকালীন এই চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা৷শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চোরদের সনাক্ত করেন বলে দাবি পুলিশের।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্দির কমিটির কর্ণধার শঙ্কর আঢ্য বলেন প্রশাসন যদিও খুবই তৎপরতার সাথে এই চুরির সাথে যুক্ত তিন জনকে আটক করেছে, কিন্তু এটা খুবই দুর্ভাগ্য জনক ঘটনা যে খুবই অল্প বয়সের ছেলেরা এভাবে অন্যায় কাজে যুক্ত হয়ে’ পড়েছে৷ সামাজিক অবক্ষয়, বনগাঁবাসীর কাছে এটা একটা দু:খ জনক বিষয়,নিস্পাপ শিশুদেরকে সচেতন করতে হবে৷

Previous article২৮ জানুয়ারি কলকাতার ৪৪তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী,এবারের থিম দেশ রাশিয়া
Next articleবিদায়বেলাতেও শীতের ঝোড়ো ইনিংস,বাড়বে ঠান্ডা হবে বৃষ্টিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here