দেশের সময় ওয়েব ডেস্ক:বছর কুড়ির ছেলেটি সকলের মতোই ব্যস্ত ছিল নিজের ছাত্র জীবন নিয়ে৷ তবে মন বসেনি শুধু পড়াশুনায়৷ নাবালকের পরিচয় ঘুঁচিয়ে তখন নতুন ভাবনায় বিভোর বসিরহাটের আশিক রাজার৷ শুরু হয় ইউটিউব চ্যানেল-এর মাধ্যমে ভিডিও পোস্ট। তবে নতুন ভাবনায় শুরু করা কাজ যে এতোটা সাফল্য এনে দেবে তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে ব্যার্থ হয়েছিলেন সকলে৷ “পড়াশুনায় মন না রে রেখে মোবাইলের স্ক্রিনে এতো ব্যস্ত কেন ছেলে”? প্রশ্নটি যথেষ্ঠ চিন্তায় রেখেছিল গোটা পারিবারকে৷ যদিও এই মুহূর্তে উচ্ছসিত সকলে। ইউটিউব সাবস্ক্রাইবার এক লক্ষ্য অতিক্রম হতেই ইউটিউব থেকে পুরস্কৃত আশিক রাজা। তিনি জানালেন, “বিপদের মুখে শঙ্কিত না হয়ে কোন উপায়ে ভয় কে জয় করা সম্ভব”? তাই ছিলো ভাবনা। শনিবার ইউটিউব অ্যাওয়ার্ড সিলভার প্লে দ্বারা আশিক রাজাকে সংবর্ধনা জানাল ইউটিউব কতৃপক্ষ।