ভেস্তে গেল ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ

0
801

নিজস্ব প্রতিবেদন- জোয়ারের জলের জন্য ভেস্তে গেল ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ। ঢাক –ঢোল নিয়ে ইস্টবেঙ্গল মাঠে হাজির
হয়েছিলেন লাল-হলুদ সমর্থকরা। তারা লিগ খেতাব জয়ের আনন্দ করার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত
ভাঙা হৃদয়ে বাড়ি ফিরলেন তারা

জলমগ্ন বারাসত ময়দান-শান্তনু বিশ্বাস৷
বারাসতে আয়োজিত অন্য মাঠে জর্জকে হারিয়ে দিয়ে লিগ খেতাব জয় প্রায় নিশ্চিত করে নিল পিয়ারলেস। এই পরিস্থিতিতে লিগ
জিততে হলে ইস্টবেঙ্গলকে সাত গোল করতে হবে। কাস্টমস লিগের অবনমনের তালিকায় রয়েছে। সেক্ষেত্রে অবনমনের তালিকায়
থাকা ক্লাবকে সাত গোল দেওয়া রীতিমতো কঠিন কাজ। তাই এবার লিগ পিয়ারলেসের পকেটে বলে মনে করা হচ্ছে।

অন্য দিকে লিগের অপর ম্যাচে নিজেদের মাঠে কালীঘাট এমএসকে ৩-০ গোলে হারিয়ে দিল মোহনবাগান। বাগানের হয়ে গোল
করেন সিলভা চামারো, শেখ ফৈয়াজ ও ফ্রার্ন মোরান্তে। ছবি- শান্তনু বিশ্বাস।

Previous articleবনগাঁ: পুলিশের পোশাক পড়ে সরকারি হাসপাতালে সুযোগ নেবার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবক
Next articleবাড়িতে সিবিআই, ষড়যন্ত্র- বললেন মুকুল,সংগঠনে ভাঙন!‌ বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছে কর্মীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here