ভালোবাসা : বিভাস রায়চৌধুরী

0
982

ভালোবাসা : বিভাস রায়চৌধুরী

পৃথিবী তখন আগুনের
#
পৃথিবী তখন জল
#
পৃথিবী তখন নিজে নিজে ফুঁপিয়ে উঠছে আর
প্রাণ প্রাণ প্রাণ প্রাণোচ্ছল!
#
উদ্ভিদ এসেছে আগে… তারপর প্রাণী…
#
বাসনা হিসেবে জাগে মাটি
#
সে-ভূমি অরণ্য হল
প্রাণী থেকে গেল জলে
#
কত সময়ের পর আমরা যে ডাঙায় উঠেছি
হাত ধরে আছি পরস্পর
ঠোঁট ফেলে আছি ঠোঁটে শরীরে শরীরে মগ্ন হয়ে আছি সবিস্ময়ে,
তা নিয়ে ভেবেছ একবারও?
#
দূরে চলে গেছে জল…পৃথিবীর পিঠে
মানুষের আসাই হত না!
যদি না থাকত গাছ…
যদি না গাছেরা বিষ মুছে মুছে মুছে
আমাদের দিত অক্সিজেন… তোমাকে আমার তবে পাওয়াই হত না কোনোদিন!
#
সমস্ত চুম্বনে তাই কান্না দিয়ে শোধ করো
উদ্ভিদের প্রতি ঋণ…
উদ্ভিদের প্রতি ঋণ…

একটি বীজধান : বিভাস রায়চৌধুরী

ভালবাসাকেও ধীরে বড় হতে হয়
#
ব্যথা পেয়ে পেয়ে যেন শিশুটি অগাধ…
#
চোখে রক্ত জমবার নাম অভিজ্ঞতা!
#
সহ্যক্ষমতাই হল গূঢ় প্রতিবাদ…

Previous articleহেলমেট না থাকার জন্য ২০১৮ সালে ৪৩ হাজারের বেশি মৃত্যু বাইক আরোহীর, জানাল সরকার
Next articleরাজীব-মামলার শুনানি শেষ,বারাসত জেলা আদালতে, রায় শিগগির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here