ভালোবাসার দিনে গোলাপের সাথে সফর শুরু ইস্ট-ওয়েস্ট মেট্রোর

0
308

দেশের সময়,কলকাতা :আজ ভালোবাসার দিনে যাত্রীদেরকে স্বাগত জানাতে টিকিটের সাথে লাল গোলাপ উপহার দিল মেট্রো কর্তৃপক্ষ।

আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বৃহস্পতিবারই। শুক্রবার থেকে সাধারণের জন্য চালু হয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। প্রথম দিনই ভিড় উপচে পড়েছে সল্টলেকের মেট্রোয়। অফিস বা অন্য কাজ ছাড়াও শুধুই নতুন মেট্রোর আনন্দ নিতে হাজির হয়েছেন অনেকেই।
সেখানে একটা দারুণ চমক অপেক্ষা করে ছিল তাঁদের জন্য। টিকিটের সঙ্গে সঙ্গে হাসিমুখে একটি করে লাল গোলাপ হাতে দিলেন মেট্রোর আধিকারিকরা। এ ভাবেই প্রথম ইস্ট-ওয়েস্ট মেট্রো সফরের স্বাদ নিলেন এ দিনেরযাত্রীরা। নতুন ব্যবস্থা, নিরাপত্তা দেখে দারুণ মুগ্ধ হলেন তাঁরা
৩৬ বছর পর বৃহস্পতিবার কলকাতায় নতুন পথে ছুটতে শুরু করে মেট্রো। ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের উদ্বোধন করেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘সারা ভারতের বিকাশ তখনই হবে, যখন পূর্ব ভারতের বিকাশ হবে। কলকাতা নতুন করে সারা ভারতকে পথ দেখাবে।’
আপাতত সল্টলেক সেক্টর ফাইভ থেকে যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত চলবে মেট্রো। উঠলেই ৫টাকা দিয়ে চড়া যাবে মেট্রো। ২০ মিনিট অন্তরই মিলবে পরিষেবা। চলতি কলকাতা মেট্রোর থেকে আরও বেশি অত্যাধুনিক ব্যবস্থা রাখা হয়েছে নয়া মেট্রোতে। সেগুলি কী, দেখে নেওয়া যাক…

কলকাতা মেট্রো-
গতি – ৫৫-৬০ কিলোমিটার/ঘণ্টা
রেকের প্রকৃতি – এসি ও নন-এসি
শব্দ – নন-এসি রেকে শব্দ আটকানোর ব্যবস্থা নেই
প্ল্যাটফর্মে নিরাপত্তা – বিশেষ কোনও ব্যবস্থা নেই
বয়স্ক ও বিশেষ ক্ষমতাসম্পন্নদের জন্য – প্রতি স্টেশনে আলাদা করে কোনও ব্যবস্থা নেই। তিনটি স্টেশনে লিফট আছে
যাত্রীস্বাচ্ছন্দ্যের জন্য – কোনও স্টেশনে শৌচাগার নেই। যাত্রীরা মেট্রোকর্মীদের শৌচাগার ব্যবহার করেন

ইস্ট-ওয়েস্ট মেট্রো
গড় গতি – ৮০ কিলোমিটার/ঘণ্টা
রেকের প্রকৃতি – শুধু এসি
শব্দ – শব্দ প্রতিরোধের ব্যবস্থা রয়েছে এলিভেটেড অংশে
প্ল্যাটফর্মে নিরাপত্তা – আত্মহত্যা বা দুর্ঘটনা ঠেকাতে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর
বয়স্ক ও বিশেষ ক্ষমতাসম্পন্নদের জন্য – প্রতি স্টেশনে হুইলচেয়ার তোলার র‍্যাম্প, লিফট ও চলমান সিঁড়ি
যাত্রীস্বাচ্ছন্দ্যের জন্য – প্রতি স্টেশনে যাত্রীদের জন্য নির্দিষ্ট শৌচাগার
২০ মিনিট অন্ত আপাত চলবে এই মেট্রো। প্রতি স্টেশনে ট্রেন থামবে ২০ সেকেন্ড। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেট্রো চলবে। ৪.৮ কিমি যাত্রাপথে ৬টি স্টেশন রয়েছে। প্রথম পর্যায়ে আপাতত ৫টি মেট্রো চলছে।

Previous articleআজ ‘ভ্যালেন্টাইনস ডে’, কোথায় সযত্নে আজও রাখা আছে ভালোবাসার ঈশ্বরের হৃদপিণ্ড!দেখুন
Next articleসব প্রেম আজ ওঁদের দু’জনের,প্রথম ভ্যালেন্টাইন’স ডে-হুঁশ নেই রেলপথ, ভ্রুক্ষেপও নেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here