দেশের সময় ওয়েবডেস্কঃ হোক না ভার্চুয়াল বক্তৃতা! চোখের সামনে লোক সমাগম না থাকলেও বাংলার ভোটের প্রচারে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাতে নরেন্দ্র মোদী হাতিয়ার করলেন সেই তোলাবাজি আর সিন্ডিকেট রাজকেই।
এদিন মোদী বলেন, “রাজ্যে বর্তমান তৃণমূল সরকারের আমলে তোলাবাজি, সিন্ডিকেট ব্যবস্থা, গুণ্ডারাজ এবং রাজনীতির কারণে বিনিয়োগ আসেনি। বামেদের চৌত্রিশ বছরের পর দশ বছরের তৃণমূল জমানায় বাংলা আরও পিছিয়ে গিয়েছে।” পানীয় জলের অভাব এবং স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্যও বাংলার বিজেপি সরকার কাজ করবে বলে দাবি করেন মোদী। তাঁর কথায়, “স্বাস্থ্য, শিক্ষা এবং শিল্পের উন্নয়নের মাধ্যমেই সোনার বাংলার নির্মাণ সম্ভব।”
তবে এদিনের বক্তৃতায় চিরপরিচিত দিদি.. ও দিদি সম্বোধন শোনা যায়নি মোদীর মুখে। অনেকের মতে, জনসভায় ওই কথা বললে যে ভাবে হাততালি আর উচ্ছ্বাসের শব্দ পাওয়া যায় ভার্চুয়াল বক্তৃতায় সেই সুযোগ নেই। হতে পারে সেকারণেই এ কথা বলেননি মোদী।
তবে কোভিডের মধ্যেও বাংলার ডেঙ্গি সংক্রমণ বিনাশের কথা বলেন মোদী। তাঁর কথায়, প্রতি বছর বাংলায় বহু মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হন। সেই রোগ প্রতিরোধে বিজেপি সরকার যথাযথ ভূমিকা পালন করবে।
তেত্রিশ মিনিটের বক্তৃতায় বাংলার ভোট ইস্তেহারে বিজেপির ঘোষণাগুলিই এদিন উল্লেখ করেন মোদী। বাংলায় নয়া শিক্ষানীতি বাস্তবায়িত করার মাধ্যমে মেডিক্যাল ও ইঞ্জিনিযারিং পরীক্ষা মাতৃভাষায় দেওয়ার সুযোগ দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি।
কোভিডের জন্য বাংলার সভা বাতিল করেছেন প্রধানমন্ত্রী। তবে আর কোনও ভার্চুয়াল সভাও তিনি করবেন না বলে খবর। এদিন বক্তৃতায় নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন মোদী। তবে ২ মে নতুন সূর্যোদয় হতে চলেছে বলে দাবি করেন তিনি। মোদীর কথায়, “২ মে বাংলায় নতুন সূর্যোদয় হতে চলেছে। আমি শপথগ্রহণে এসে বাংলার মানুষের আশীর্বাদ গ্রহণ করব।”