দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা আতঙ্কের মাঝেই ধেয়ে আসছে একের পর এক ঘূর্ণিঝড়৷ তার মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে ভূমিকম্প৷বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-বাংলাদেশ সীমান্ত। এদিন সকালে কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের উৎসস্থল ঢাকা শহরের কাছে নেত্রাকোনা, এমনই জানা গিয়েছে৷ন্যাশনল সেন্টার ফর সিসমোলজির জানাচ্ছে যে ভারতের মেঘালয়ে দক্ষিণ পশ্চিম চেরাপুঞ্জিতে অনুভূত হয়েছে কম্পন৷
জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, বুধবার সকাল ৭.১০-এ কেঁপে ওঠে ভারত-বাংলাদেশ সীমান্ত। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৩। তবে কম্পনে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
গত সপ্তাহের হরিয়ানার রোহতকে এক ঘণ্টার মধ্যে দুটি ভূমিকম্প হওয়ায় কম্পন অনুভূত হয়েছিল দিল্লিতে। প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫ এবং দ্বিতীয়টির তীব্রতা ছিল ২.৯। গত মাসে আরও কয়েকবার ভূমিকম্পে কেঁপে ওঠে। লকডাউনের সময় বারবার কম্পনে আতঙ্কের সৃষ্টি হয় মানুষের মধ্যে।