ভাইফোঁটায় শাড়ি-জ্যাকেট ফিউশন নিয়ে কাঁটাবিদ্ধ তৃণমূল সাংসদ নুসরত

0
755

দেশেরসময়ওয়েবডেস্কঃ সাংসদ হওয়ার পর থেকে বিতর্ক যেন তাঁর ছায়াসঙ্গী। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবার শাড়ির উপর তিনি কেন ডেনিম জ্যাকেট পরেছেন তা নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী সাংসদ নুসরত জাহানকে ইনস্টাগ্রামে ট্রোল করা হচ্ছে।

ভাইফোঁটার দিনে হলুদ রঙা শাড়ির উপরে ডেনিম জ্যাকেট পরেন তিনি। পরে কিছু ছবি দিয়েছিলেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখেন, ‘টায়ার্ড ইয়েট পোজিং’। বাংলায় যার মানে, ‘ক্লান্ত তবু ছবি তুলছি।’স্বামী নিখিল এই ছবিগুলি তুলে দিয়েছিলেন বলে জানান নুসরত।

এর পরেই শুরু হয় নুসরতের স্টাইল স্টেটমেন্ট নিয়ে নানা মন্তব্য। এক জন লেখেন, ‘এ কেমন ধরনের ফ্যাশন ম্যাম? শাড়ির উপর ডেনিম!’ সেই মন্তব্যের সমর্থনেও কমেন্ট করেন অনেকে। অনেকে অবশ্য নুসরতের সমর্থনে এগিয়ে আসেন।

ট্রোলিং অবশ্য নুসরত জাহানের কাছে নতুন কিছু নয়। এর আগে রথ কিংবা দুর্গা পুজোয় যোগদান নিয়ে কট্টরপন্থীদের সমালোচনা শুনতে হয়। সংসদে প্রথম দিন তিনি ও যাদপুরের সাংসদ মিমি চক্রবর্তী কেন শাড়ি পরেননি তা নিয়ে ট্রোল চলেছে।

Previous articleটিকিট কাটার খরচ কমছে, নতুন সুবিধা দিল ভারতীয় রেল
Next articleদিলীপ ঘোষের তিন পয়সার দাম নেই, বললেন জ্যোতিপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here