ভয়ঙ্কর সংকটময় মুহূর্তে মানবিক আলোক চিত্র শিল্পী অশোক মজুমদার

0
1032

তপন দাশ

এই ভয়ঙ্কর সংকটময় মুহূর্তে মাননীয়া মুখ্যমন্ত্রীর নিজস্ব বিশিষ্ট আলোক চিত্র শিল্পী অশোক মজুমদার ও তাঁর স্ত্রী নিবেদিতা সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন। ঔষধ দৈনন্দিন সামগ্রী ও অসুস্থ কে হাসপাতালে ভর্তি করতে
এগিয়ে এলেন। মানবিকতার চূড়ান্ত নিদর্শন হয়ে থাকবে অশোক মজুমদারের প্রচেষ্টা। এর আগে আমাদের অগ্রজ অলোক মিত্র কে পি জির উডবান ওয়ার্ডে ভর্তি করিয়ে বিনা ব্যায়ে কানসারের চিকিৎসা করতে সাহায্য করেন। এই কিছু দিন আগে কুমার রায় কে পি জিতে ভর্তি করানো ও টেন্ট বসিয়ে আরোগ্যর এর পর পৌঁছে দেন বাড়িতে। অশোক ও তাঁর স্ত্রী নিবেদিতারএই প্রচেষ্টা ও অবদান ঈশ্বরের দূত হিসেবে কাজ করছেন বলে মনে হয়। আমাদের গর্ব হয় ওঁর সহকর্মী বলে।

Previous articleঅনলাইনে গনেশ পুজো দিয়ে নববর্ষ বরণে মাতল বাঙালি
Next articleপয়লা বৈশাখে পারদ সপ্তমে,ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা–সহ দক্ষিণবঙ্গে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here