পিয়ালী মুখার্জী: হিন্দু ধর্মে ভাদ্র মাসের পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। ভাদ্রপদ পূর্ণিমাকে শ্রাদ্ধ পূর্ণিমা বলা হয়। এদিন থেকেই পিতৃপক্ষের সূচনা হয়।
এই বছর ২০শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৬ই অক্টোবর পর্যন্ত চলবে পিতৃপক্ষ। প্রতি মাসে দুটি পক্ষ থাকে, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। পঞ্জিকা অনুসারে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত পিতৃপক্ষ পালন করা হয়। এই বছর পিতৃপক্ষ স্থায়ী হবে ১৬ দিন। বৈদিক ক্যালেন্ডার অনুসারে দেবীপক্ষের আগে ১৫ দিন ধরে চলে পিতৃপক্ষ। এই সময়টা প্রয়াত পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করার জন্য নির্দিষ্ট। মনে করা হয় এই সময় প্রয়াত পূর্বপুরুষরা মর্ত্যলোকে নেমে এসে তাঁদের বংশধরদের হাত থেকে জল গ্রহণ করেন।
ভাদ্রপদ পূর্ণিমার গুরুত্ব
ভাদ্র পূর্ণিমার দিনে বিষ্ণুর আরাধনা করা হয়। এদিন সত্যনারায়ণ পুজো করলে সমস্ত মনোস্কামনা পূর্ণ হয়। পূর্ণিমার উপবাস করলে বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পায়। এদিন স্নান-দানের বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন থেকেই পিতৃপক্ষ শুরু হয়।