বীরভূমে জনতা-পুলিশকে ঘিরে ধুন্ধুমার ,মুম্বইয়ে থাকা গ্রামবাসীদের ফেরানোর দাবিতে পথ অবরোধ

0
1113

দেশের সময় ওয়েরডেস্কঃ লকডাউনের মধ্যে ফের জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ বাঁধল বীরভূমে। সিউড়ির পর এবার ময়ূরেশ্বর থানা এলাকায় । ক্ষুব্ধ গ্রামবাসীদের বক্তব্য, গ্রামের বেশ কিছু শ্রমিক মুম্বইয়ে আটকে রয়েছেন। তাঁদের অভিযোগ, ওই শ্রমিকদের ফেরানোর ব্যাপারে প্রশাসন কোনও গা করছে না।

এদিন সকাল থেকে ময়ূরেশ্বরের কুনুটিয়া মোড়ে হাতে ঝাঁটা, লাঠি নিয়ে রাস্তা অবরোধ শুরু করেন মহিলারা। ব্যাপক উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ময়ূরেশ্বর থানার বিরাট বাহিনী পৌঁছয় কুনুটিয়া মোড়ে।

পুলিশ পৌঁছতেই শুরু হয় বচসা। এরপর উত্তেজিত জনতা ভাঙচুর চালায় পুলিশের গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। উত্তেজনা কমলেও ওই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। গ্রামের মোড়ে বসানো হয়েছে পুলিশ পিকেট।

গ্রামবাসীদের বক্তব্য, প্রশাসনকে বারবার জানিয়েও লাভ হয়নি। মুম্বইয়ে যাঁরা আটকে রয়েছেন তাঁরা প্রায় সহায়-সম্বলহীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন তাঁদের পরিবারের লোকজন। বেশকিছু মহিলাও সেখানে আটকে রয়েছেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা।

এদিনের পথ অবরোধ ও বিক্ষোভে যে ছবি দেখা গিয়েছে তাতে সামাজিক দূরত্বের কোনও বালাই ছিল না। কয়েকশ গ্রামবাসী রাস্তায় নেমে অবরোধ শুরু করে দেন। টিকিয়াপাড়ার ঘটনার পরই বীরভূমের সিউড়িতে ভাঙচুর চালানো হয়েছিল পুলিশের গাড়িতে। হুসেনবাদ এলাকায় লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ।

প্রসঙ্গত, কয়েকদিন আগেও বীরভূমে কেউ কোভিড সংক্রামিত ছিলেন না। কিন্তু গত কয়েকদিনে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন এই জেলায়। ফলে প্রশাসনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারমধ্যেই এমন বিক্ষোভে নাজেহাল ময়ূরেশ্বরের পুলিশ।

Previous articleলাদাখের কাছেই চিনা চপার, নিয়ন্ত্রণ রেখায় পেট্রোলিং-এর জন্য উড়ে গিয়েছে ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট
Next articleদুধের শিশুকে এক হাতে ঝুলিয়ে যুবক, ট্রাকে চড়ে বাড়ি ফেরার চেষ্টা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here