বি এন আর ডেকর এবং টেকনো ক্র্যাফট এর যৌথ উদ্যোগে কলকাতায় তাদের নতুন একটি শোরুম উদ্বোধন হবে হ্যারিংটন ম্যানসনে

0
1231

দেশের সময়ঃ বি এন আর ডেকর এবং টেকনো ক্র্যাফট এর যৌথ উদ্যোগে কলকাতায় তাদের নতুন একটি শোরুম উদ্বোধন হবে হ্যারিংটন ম্যানসনের দোতলায় আগামীকাল দুপুর একটায়। যেখানে এক ছাদের তলায় মিলবে গৃহসজ্জা ও আসবাবপত্রের যাবতীয় সম্ভার।

বি এন আর ডেকোরের অন্যতম কর্ণধার শ্রী ভগবান দাস জানালেন, নতুন প্রজন্মের চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে শোরুমের সম্ভার। রয়েছে আধুনিক ডিজাইনের ওয়াল পেপারের বিপুল সম্ভার, এছাড়াও রয়েছে উডেন ফ্লোরিং, কার্পেট, পর্দা, ম্যাট্রেস, থ্রিডি প্যানেল, টেবিল টপ; নতুন ধরণের বেডহেডার, ওয়াল হাইলাইটার গুলিও বেশ দৃষ্টিনন্দন।

টেকনো ক্রাফটের অন্যতম সদস্য পার্থ সাউ জানালেন মূলত নতুন প্রজন্মের কথা মাথায় রেখেই বানানো হয়েছে তাদের সমস্ত আসবাব; বেডসেট, ওয়ারড্রোব, ওয়ার্ক স্টেশন, মডিউলার কিচেন, কনফারেন্স হল;

যাতে অল্প জায়গার মধ্যেই প্রয়োজনীয় সমস্ত জিনিস রাখা যায়৷ এবং প্রতিটি জিনিসেরই দাম মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে।

Previous article৪৮ দিন পরই ফুরিয়ে যাবে জল, চেন্নাইয়ের পর-হায়দরাবাদে জলসংকট ভ্রুকুটি
Next articleFire in godown at Bongaon

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here