দেশের সময় ওয়েবডেস্কঃ চলছে মৃত্যুমিছিল। গোটা বিশ্ব ভুগছে এক অসুখে, এক আতঙ্কে। হাত গোনা কয়েকটি দেশ ছাড়া সবাই বিপদের মুখে। মহামারী কোভিড-১৯ এর থাবায় গোটা বিশ্বে মৃতের সংখ্যা বাড়তে বাড়তে ৯০ হাজার ছাড়িয়ে গেল।
এখনও পর্যন্ত করোনার কবলে ১৮৪ টি দেশ। করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৫ লাখেরও বেশি মানুষ। এর মধ্যে সুস্থ হয়েছেন কমপক্ষে ৩ লক্ষ ৩০ হাজার জন। শেষ হিসেব বলছে, গোটা বিশ্বে এখনও পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত ১৫,৩৪,৪২৬ জন।
কারোনাভাইরাস সবচেয়ে বেশি জাঁকিয়ে বসেছে ইউরোপ এবং আমেরিকায়। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি তো ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। ইতিমধ্যেই ১৫,০০০ এরও বেশি মানুষ সেখানে মারা গেছে, আর লক্ষ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত। এদিকে ইউরোপ মহাদেশে যে দুই দেশে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ছড়িয়েছে তা হল ইতালি এবং স্পেন। পরিসংখ্যান অনুযায়ী, ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে, স্পেনেও মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেছে।
শেষ পাওয়া হিসেব বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়া জুড়ে মোট ৯০,৯৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ মারা গেছেন ইতালি, স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রেই ।
শেষ পাওয়া তথ্যে, ইতালিতে মোট ১৮,২৭৯ জন মারা গেছেন। এরপরেই রয়েছে স্পেন, সেখানে মারা গেছেন ১৫,২৩৮ জন। আমেরিকাতে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ঘটেছে। প্রাণ গিয়েছে ১৪,৮৩০ জনের। রেহাই পায়নি ফ্রান্সও, সেখানে করোনা সংক্রমণে মৃত ১০,৮৬৯ জন।
গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে। তবে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলির তুলনায় ভারতের ছবিটা অনেকটাই ভাল। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৯৯ জনের। গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের প্রাণ কেড়েছে ওই করোনাভাইরাস। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন মোট সংক্রমিত ৬,৪১২ জন।