দেশের সময়: বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে নিয়ে আপত্তিতে যখন উত্তাল বনগাঁ শহর, তখন তার বিপরীত চিত্র ধরা পরল গোপালনগর এলাকায়। মঙ্গলবার সেখানে এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল রায়কে নিয়ে বিশাল পদযাত্রা বের হল।
শহর এবং গ্রামে তৃণমূলের মধ্যে যে একটা অলিখিত বিভাজন তৈরি হয়েছে সেই চিত্রই এদিন স্পষ্ট হল।
শ্যামল রায়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর থেকেই বনগাঁ শহরের তৃণমূলের একাংশের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। শ্যামল রায়ের পরিবর্তে বনগাঁ পৌরসভার প্রশাসক তথা বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শংকর আঢ্যকে প্রার্থী করার দাবি তুলে দফায় দফায় শহরে বিক্ষোভ, মিছিল, আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করেন তৃণমূলের একাংশের কর্মীরা। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে।
এদিকে, মঙ্গলবার গোপালনগর হাই স্কুল মাঠ থেকে দাড়িঘাটা ব্রিজ পর্যন্ত কর্মী-সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করেন তৃণমূল প্রার্থী শ্যামল রায়। মিছিলে মহিলা কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সেই মিছিলে সোমেন দত্ত, জাফর মন্ডল সহ এলাকার প্রচুর পরিচিত নেতারা উপস্থিত ছিলেন।
বনগাঁ শহরের বিক্ষোভ এবং শ্যামল রায় কে বহিরাগত প্রার্থী হিসেবে চিহ্নিত করা প্রসঙ্গে এদিন শ্যামল রায় বলেন, ‘আমি বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের অর্ন্তগত গোপালনগর এলাকার একজন স্থায়ী বাসিন্দা। এছাড়া বনগাঁ শহরেও আমাদের বাড়ি রয়েছে। শহরের অতি উৎসাহী কিছু মানুষ এই বিক্ষোভে সামিল হয়েছেন।’ তিনি বিশ্বাস করেন, শঙ্কর আঢ্যর এমন মনোবৃত্তি নেই যে তাঁর কথায় এই ধরনের বিক্ষোভ হবে। শঙ্কর একজন দক্ষ সংগঠক। শ্যামল রায় আরও বলেন, ‘দল আমায় প্রার্থী করেছে। তাই রাজ্য থেকে স্থানীয় নেতৃত্ব সবাই আমার পাশে আছেন।’