বিজেপি সুটবুটের সরকার,কড়া প্রতিক্রিয়া দিলেন সৌগত রায়

0
688

দেশেরসময় ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, বিজেপি বড়লোকদের সরকার। বিজেপি’‌র পয়সা আছে। পয়সার ওপর বসে আছে। সুটবুটের সরকার। আম্বানি, আদানির সরকার।

টাকা আম্বানি, আদানি দিচ্ছে। তবে জনসভা করে কোনও লাভ হবে না। প্রধানমন্ত্রী তো ২০১৪ সালেও সভা করেছিলেন। তখন তো মোদি হাওয়া ছিল। মাত্র দুটি আসন পেয়েছিল। দক্ষিণবঙ্গে একটাও না। এবারও তাই হবে। বিজেপি কিছু পাবে না।

এবারই হয়তো শেষবারের মতো নির্বাচনে লড়ছেন। এই ইঙ্গিত দিয়ে সৌগতবাবু বলেন, ‘‌এবার মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়েছে। আমার ওপর ভরসা রেখেছেন। আমার বয়স হয়েছে। আগামীদিনে হয়তো নির্বাচনে নাও লড়তে পারি। এই নির্বাচন আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

Previous article‌রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ২৭
Next article৪২ এ ৪২ হবে, মহিলা সম্মেলনে দাবি করলেন চন্দ্রিমা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here