দেশের সময় ওয়েবডেস্কঃ সোমবার সূচনা হল বিকানের–শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসের পথচলা। রেল সূত্রে খবর, নয়াদিল্লি হয়ে বিকানের–শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস সপ্তাহে চার দিন চলবে। আগেই এই কথা ঘোষণা করা হয়েছিল রেল মন্ত্রকের পক্ষ থেকে। যা আজ বাস্তবায়িত হল।
রেল একটি বিবৃতিতে জানিয়েছে, শিয়ালদহ স্টেশন থেকে প্রতি রবিবার, সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার ছাড়বে। আর বিকানের থেকে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুরন্ত এক্সপ্রেস চলবে। ট্রেন নম্বর ১২২৬০ বেলা ১২টা ১৫ মিনিটে বিকানের থেকে যাত্রা শুরু করে শিয়ালদহে পৌঁছবে পরদিন বেলা ১২টা ৪৫ মিনিটে।
ট্রেন নম্বর ১২২৫৯ শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছেড়ে পরদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিকানের পৌঁছবে। এই ট্রেনের ফলে যাত্রী পরিষেবা বাড়বে বলে মনে করা হচ্ছে।