বিএমসি কঙ্গনার অফিস ভাঙতেই , পুলিশ ও পুরসভার কর্মীদের ‘বাবরের সেনা’ বললেন অভিনেত্রী

0
905

দেশের সময় ওয়েবডেস্কঃ মুখের লড়াই এবার গড়াল ময়দানে। কঙ্গনা রানাওয়াতের অফিস ভেঙে যেন সেই লড়াইয়ে আরও খানিকটা ঘি ঢালল মহারাষ্ট্র সরকার। 

পশ্চিম মুম্বইয়ের খারে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের অফিসে বেআইনি নির্মাণের নোটিস গতকাল ঝুলিয়েছিল বৃহন্মুম্বই পুরসভা। ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দিতে বলা হয় অভিনেত্রীকে। হিমাচল প্রদেশ থেকে মুম্বইয় ফিরছেন কঙ্গনা। তার মধ্যেই বুধবার সকাল থেকে তাঁর অফিস ভাঙা শুরু করল বিএমসি। জেসিবি মেশিন দিয়ে ভাঙার কাজ শুরু হয়েছে। আর সেই কাজ শুরু হতেই ফের বিস্ফোরক হয়ে উঠেছেন কঙ্গনা।

বুধবার সকাল থেকে একগুচ্ছ টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করছেন কঙ্গনা। সেইসব টুইটে তিনি নিজের অফিস ভাঙার ছবি দিয়েছেন। টুইটে কঙ্গনা লিখেছেন, “আমি আমার শত্রু চিনতে কোনও দিন ভুল করি না। এটা বারবার প্রমাণিত হয়েছে। এই কারণেই আমার মুম্বই এখন পাক অধিকৃত কাশ্মীর।”

আরও একটি টুইট করে তিনি লিখেছেন, ‘পাকিস্তান’। টুইটে অফিসের ভিতরেও ভাঙচুর করার ছবি দিয়েছেন তিনি।

অন্য একটি টুইটে তিনি মুম্বই পুলিশ ও বিএমসির কর্মীদের ‘বাবর ও তার সেনা’ বলে উল্লেখ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, কঙ্গনার অফিসের বাইরে দাঁড়িয়ে রয়েছে পুলিশ ও কর্মীরা। কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।

কঙ্গনার অফিসের বাইরে বিএমসি কর্মীরা যে নোটিস দিয়েছে, সেখানে ১৪টি ভায়োলেশনের কথা বলা হয়েছে। গতকাল সংবাদসংস্থা পিটিআইকে এক পুলিশ আধিকারিক জানিয়েছিলেন, কঙ্গনার অফিসে নোটিস ঝোলানো হয়েছে। যদি এর জবাব না পাওয়া যায়, তাহলে বেআইনি অংশ ভাঙা শুরু হবে।

এদিকে বুধবার সকালেই কঙ্গনা টুইট করে বলেন, “আমি যখন মুম্বই দর্শনের জন্য বিমানবন্দরের দিকে যাচ্ছি, তখনই মহারাষ্ট্র সরকার ও তাদের গুন্ডারা আমার সম্পত্তির দিকে যাচ্ছে। তারা বেআইনিভাবে অফিস ভাঙবে। আমি প্রতিশ্রুতি দিয়েছি মহারাষ্ট্রের গর্বের জন্য নিজের রক্ত দেব। এতে আমার আত্মবিশ্বাস ক্রমাগত বেড়েই চলেছে।”

গত রাতে কঙ্গনা টুইট করে জানিয়েছিলেন, তাঁর সম্পত্তি ভাঙার পরিকল্পনা নিয়েছে বিএমসি। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই কাজ করল তারা।

এদিকে এই কাজের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে অভিযোগ করেছেন কঙ্গনা। ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেবেন তাঁর আইনজীবী।

Previous articleউত্তর ও দক্ষিণবঙ্গে,বাড়বে আর্দ্রতা,বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত জানিয়েছে আলিপুর
Next articleসোমবার থেকে চালু হবে কলকাতার মেট্রো পরিষেবা, যাএীদের মানতেই হবে দশ টি নিয়ম জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here