দেশের সময় ওয়েবডেস্কঃ বালাকোটে ভারতীয় বায়ুসেনার হানার পরে রীতিমতো সাড়া পড়েছে আন্তর্জাতিক মহলে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দিনটি কাটালেন অন্যদিনের মতোই ব্যস্ততার মধ্যে। এদিন তিনি দিল্লিতে ইসকনের এক অনুষ্ঠানে যোগ দেন। সেজন্য নিজের গাড়ি ছেড়ে তিনি ওঠেন দিল্লির মেট্রো রেলে।
মেট্রোর খান মার্কেট স্টেশনে মোদীকে দেখে এগিয়ে আসেন অনেক যাত্রী। অনেকে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন। অনেকে তাঁর সঙ্গে সেলফি তোলেন। দক্ষিণ দিল্লির ইসকন মন্দিরে আছে বিশ্বের বৃহত্তম ভাগবত গীতা। তা ২.৮ মিটার লম্বা। তার ওজন ৮০০ কেজি।
এর আগে তিনি রাজস্থানের চুরুতে এক জনসভা করেন। সেখানে ঘোষণা করেন, দেশ আছে নিরাপদ হাতেই। আমি শপথ নিয়েছিলাম, দেশকে বরবাদ হতে দেব না। ভারতমাতার কাছে এই হল আমার প্রতিজ্ঞা। আমি সেনাবাহিনীকে স্যালুট জানাই। সব নাগরিককে স্যালুট জানাই। তিনি এক্ষেত্রে সরাসরি বালাকোটে বায়ুসেনার বোমাবর্ষণের কথা উল্লেখ করেননি।
মঙ্গলবার ভোররাতে জইশ ই মহম্মদের জঙ্গি শিবিরে বোমায় নিহত হয় ৩০০ জন। তাদের মধ্যে আছে ইউসুফ আজহার। সে একসময় আই সি ৮১৪ নামে একটি ভারতীয় বিমান ছিনতাই করেছিল।