দেবাশীষ মন্ডল, ঠাকুরনগর: সুপ্রিম কোর্টের নির্দেশ কে মান্যতা দিয়ে আলোর উৎসবে মেতে উঠলো উওর ২৪পরগনার গাইঘাটার ঠাকুরনগর গ্রামের মানুষ।আর মাত্র একদিন পর কালীপুজো, সারা রাজ্য মেতে উঠবে আলোর উৎসবে, এই উৎসবে অনেকে পুলিশের চোখ এড়িয়ে শব্দ বাজি পুড়িয়ে অন্যের সমস্যা সৃষ্টি করে বেআইনি ভাবে,এই বিষয়ে অভিনব ভাবে সাধারন মানুষকে সচেতন করতে, সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশ কে সন্মান জানিয়ে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার ঠাকুরনগরে চললো বাজির প্রদর্শনী । টানা ২ ঘন্টা ধরে চলে আতস বাজির খেলা, আর এই আতস বাজীর উৎসব দেখতে এসেছিলেন আশ পাশের কয়েকটা গ্রাম থেকে হাজার হাজার উৎসাহী মানুষ। অমৃতস্বর দুরঘটনার কথা মাথায় রেখে প্রচুর সেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছিলো এদিন। বাজির খেলা মোবাইল ক্যামেরায় বন্দী করতে ভোলেন নি দর্শকরা। অনুষ্টান উপলক্ষে ৮০০ জন দুঃস্হ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন এলাকার আইনজীবি লিটন মৈত্র।এদিন অনুষ্টান মঞে হাজির ছিলেন বিজেপি নেতা জয় ব্যানার্জী সহ আরো অনেকে। অভিনব এই বাজি উৎসবে কোন শব্দ বাজি ব্যাবহার করা হয়নি বলে জানান আইন জীবি লিটন মৈত্র৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here