দেশের সময় ওয়েবডেস্ক: শুধু শহর নয় যে কোন জেলা শহর বা গ্রামে ছোট এক টাকার কয়েন কিংবা দশ টাকার কয়েন নিয়ে ঝামেলা পোহাতে হয়। অনেক ব্যবসায়ী জানিয়ে দেন, তাঁরা ওই ছোট এক টাকার কয়েন কিংবা দশ টাকার কয়েন নিতে পারবেন না। সমস্যায় পড়েন সাধারণ মানুষ।
দেশের বিভিন্ন অংশে এই ছবি দেখা যায়। এমনকি ৫০ পয়সার কয়েনও কোনও সরকারি নির্দেশিকা ছাড়াই অঘোষিত ভাবে বাতিল করা হয়েছে বাজারে৷ এবার এই ধোঁয়াশা কাটাতে আসরে নামল রিজার্ভ ব্যাঙ্ক। বাজারে ছড়িয়ে থাকা বিভিন্ন আকারে কয়েন নিয়ে নানা রটনায় কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিল দেশের শীর্ষ ব্যাঙ্ক৷
এক বিবৃতিতে সাধারণ মানুষের কাছে রিজার্ভ ব্যাঙ্কের বার্তা, ৫০ পয়সা, ১ টাকা, ২ টাকা, ৫ টাকা ও ১০ টাকার বিভিন্ন সাইজ, থিম ও ডিজাইনের কয়েন এখনও সচল৷ বহু ক্ষেত্রে গুজব রটানো হচ্ছে৷ সেই গুজবে যেন কেউ বিশ্বাস না করেন। পাশাপাশি এই কয়েনগুলি গ্রহণের জন্যও জনসাধারণকে আশ্বস্ত করছে আরবিআই৷ বিবৃতিতে বলা হয়েছে, ‘বিভিন্ন থিমের কয়েন বাজারে ছাড়া হয়েছে৷
বেশ কিছু কয়েন আদৌ সচল কি না, তা নিয়ে ধন্ধ দেখা দিয়েছে৷ নানা রিপোর্ট এসেছে আরবিআই–এর কাছে৷ অনেক ব্যবসায়ী, সাধারণ মানুষ নির্দিষ্ট কয়েন গ্রহণ করছেন না৷ আমাদের পরামর্শ হল, সব সাইজ, থিমের কয়েনই বাজারে বৈধ৷ অতএব কোনও ভয় নেই৷ কোনও কয়েন বাতিল করা হয়নি৷’