বাগদায় স্কুলে ভয়াবহ চুরি

0
815

দেশের সময় ওয়েবডেস্ক: বাগদায় স্কুলে ভয়াবহ চুরি ও সম্পদ নষ্ট দুবৃত্তদের. নীলাদ্রি ভৌমিক, বনগাঁ উত্তর ২৪পরগনার বনগাঁ মহকুমার বাগদা থানার অন্তর্গত রাণীহাটি উচ্চ বিদ্যালয়ে সোমবার রাতে শীতের সুযোগ নিয়ে তান্ডব চালায় দুষ্কৃতীরা। স্কুলের বিভিন্ন ক্লাসে ঢুকে পরিকল্পিতভাবে সমস্ত পাখা দুমড়ে- মুচড়ে দেয়, একাদশ-দ্বাদশ শ্রেণির বিভিন্ন গুরুত্বপূর্ণ উত্তরপত্র ও বিশেষ নথি। স্কুল সূত্রে খবর, বিদ্যালয়ের পিছন দিয়ে চোরেরা স্কুলে ঢোকে। শ্রেণিকক্ষগুলিতে ঢুকে ভাঙচুর ও পাখাগুলি নষ্ট করে দেয়। এমন কি বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি, পরীক্ষার উত্তরপত্র নিয়ে পিছনের জঙ্গলে তা নষ্ট করে ফেলে রেখে যায় চোরের দল। প্রধান শিক্ষকের ঘরে ঢুকতে পারেনি বা ঢোকার চেষ্টা করেনি দুবৃত্তরা। এ থেকে স্পষ্ট যে চিত্র ফুটে ওঠে, তা হল চুরির মতলব নয়, পুরনো আক্রোশ মেটাতেই এই নোংরা পথ বেছে নিয়েছে পরিচিত জনেরা। প্রধান শিক্ষক মধুমঙ্গল সরকার বলেন, বহু নথি নষ্ট করে দিয়েছে, বিশেষ করে স্কুলের ২০টি পাখা এমনভাবে দুমড়ে- মুচড়ে দিয়েছে যা আর কোনও কাজে লাগবে না৷ প্রায়. ৫oহাজার টাকার মতো ক্ষতি হয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি৷ বাগদা থানার পুলিশ স্কুলে এসে প্রাথমিক তদন্ত করে গেছে ৷ উল্লেখ্য, এবার স্কুল কর্তৃপক্ষ পরীক্ষায় ক্ষেত্রে বেশ কিছু কড়া পদক্ষেপ নেয়। যার ফলে কিছু ছাত্র বেকায়দায় পড়ে যায়। তাদেরই একাংশ রাগ মেটাতে এরকম ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পুলিশের প্রাথমিকভাবে এমনই অনুমান। স্কুল কর্তৃপক্ষ, ছাত্র-ছাত্রী থেকে এলাকার মানুষ চান, দোষীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তি।

Previous articleকালকা-হাওড়া এক্সপ্রেসে আগুন
Next articleব্রিগেডের সমর্থনে বসিরহাটে তৃণমূলের কর্মীসভা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here