দেশের সময়,বনগাঁ: বধুকে নির্যাতন এবং খুনের অভিযোগে বধুর স্বামী শাশুড়ী এবং আরো দুই আত্মীয় কে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল বনগাঁ আদালত। শুক্রবার বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অসীম কুমার দেবনাথ বধূ স্বামীকে যাবজ্জীবন এবং নগদ ১০ হাজার টাকা জরিমানা, শাশুড়ি এবং বাকি দুই অভিযুক্তকে ২ বছরের জেল ও নগদ ৫ হাজার টাকা জরিমানা ঘোষণা করেন।
এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবি দীপাঞ্জয় দত্ত জানান ,বছর কয়েক আগে বাগদার হেলেঞ্চা দু’নম্বর কলোনির বাসিন্দা দীপঙ্কর বিশ্বাস এর সঙ্গে বিয়ে হয় নদীয়ার চাকদা থানার পাঁচ নম্বর দুর্গানগর এলাকার যুবতী নয়ন তারা দের। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ বিয়ের পর থেকেই বধুর উপরে শারীরিক নির্যাতন শুরু হয় ।
ঘটনার আগের দিনও বধু বাগদা থানা দ্বারস্থ হয়ে তার পরিস্থিতির কথা পুলিশকে জানান। ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর সন্ধ্যেবেলায় মারধর করে শ্বাসরোধ করে খুন করা হয় বলে ১৮ সেপ্টেম্বর বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত বধুর দাদা পলাশ দে। সেখানে স্বামী, শাশুড়ী সহ মোট ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় পুলিশ ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
প্রায় ছয় বছর ধরে মামলা চলার পর অবশেষে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন বিচারক। এরপরই শুক্রবার এই মামলার রায় ঘোষণা হয।় যদিও অভিযুক্ত স্বামী দীপঙ্কর জানিয়েছে, সে সম্পূর্ণ নির্দোষ।