বাংলায় লকডাউনের আওতায় ব্যাঙ্কও, কাল বন্ধ থাকবে পরিষেবা, জানাল নবান্ন:বনগাঁয় ফের টানা ৮দিন সম্পূর্ণ লকডাউন জানাল প্রশাসন

0
3216

দেশের সময় ওয়েবডেস্ক : সপ্তাহে দু’দিন করে লকডাউন চলবে রাজ্যে। এই সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার হবে লকডাউন। আগেই ঘোষণা করেছে রাজ্যে সরকার। আর তার আওতায় পরবে ব্যাঙ্কও। নবান্ন সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাজ্যের সর্বত্র সব ব্যাঙ্কের সব শাখা বন্ধ থাকবে।

গত সোমবারই নবান্ন ঘোষণা করেছে করোনা সংক্রমণ রুখতে এবার থেকে প্রতি সপ্তাহে দু’দিন পশ্চিমবঙ্গে পুরো লকডাউন হবে। স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করে বলেন, এই দু’দিন অফিস, কাছারি কিচ্ছু খুলবে না। কোনও পরিবহণ চলবে না। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যে কড়া লকডাউন হবে। আগামী সপ্তাহের একটি দিন হল বুধবার। অন্য একটি দিন কবে তা পরে ঘোষণা হবে।

সেই সময়ে অবশ্য ব্যাঙ্কও লকডাউনের আওতায় পড়বে বলে জানানো হয়নি। এদিন নবান্ন সূত্রে জানা গিয়েছে, পুরোপুরি লকডাউন সফল করতে এর মধ্যে ব্যাঙ্ককেও যুক্ত করা হয়েছে।

অন‍্যদিকে বনগাঁ পুর প্রশাসক এবং পুলিশ প্রশাসন যৌথ উদ্দ্যোগে স্থানীয় সমস্ত ব্যাবসায়ী সংগঠনের প্রতিনিধিদেরকে সঙ্গে নিয়ে বুধবার দুপুরে পুরসভার চন্দ্রিকা সভাগৃহে বৈঠক করে সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতার কথা ভেবে করোনা সংক্রমণ রুখতে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে৷ এদিন দির্ঘ বৈঠকের পর বনগাঁ পুলিশ প্রশাসন চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আগামী রবিবার থেকে পরবর্তী রবিবার অর্থাৎ ৮দিন টানা লকডাউন থাকবে বনগাঁ শহর অঞ্চল৷

বনগাঁ মহাকুমা পুলিশের আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার জানান করোনা পরিস্থিতির মোকাবেলা করতে এমন সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি সাময়িকভাবে কিছু সমস্যা হলেও বিষয়টির গুরুত্ব বুঝে মানুষ আস্তে আস্তে ধাতস্থ হয়ে যাবেন বাজার বন্ধ থাকলেও পাড়ায়-পাড়ায় সবজি মাছ বিক্রেতারা সাইকেল রিক্সা করে তাঁদের সবজি নিয়ে পৌছে যাবেন সেখান থেকেই সব কিছু সংগ্রহ করতে পারবেন বাসিন্দারা।এছাড়া যে কোন বিশেষ প্রায়োজনে পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্য ও পরিষেবা দেওয়া হবে৷

বনগাঁ পুর প্রশাসক শঙ্কর আঢ্য দেশের সময়কে জানান নবান্নের ঘোষণা মতো সপ্তাহে দু’দিন করে লকডাউন চলবে রাজ্যে ,সেই নিয়মকে পালন করার পাশাপাশি বনগাঁর মানুষের কথা ভেবে অতিরিক্ত সতর্কতাজারী করেছে পুর প্রশাসন, সেই জন্য সমস্ত ব্যাবসায়ীদের মতামতকে মান্যতা দিয়ে ৮দিনের টানা লকডাউন করা হল৷ তবে সাধারন মানুষও যাতে কোন সমস্যায় না পড়েন সেই দিকে তীক্ষ্ম দৃষ্টি রাখা হবে পুর প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।

এদিকে নবান্নের পক্ষে আগে এটাও জানানো হয়েছে যে, এখন আপাতত মাসের সব শনি ও রবিবার বন্ধ রাখতে হবে সব শাখা। এমনিতে সব রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকলেও সপ্তাহের প্রথম, তৃতীয় শনিবার ব্যাঙ্কে পরিষেবা মেলে। কোনও মাসে পঞ্চম শনিবার থাকলে সেদিনও ব্যাঙ্ক খোলা থাকে। রাজ্য সরকারের নতুন নির্দেশে বলা হয়েছে, করোনা সংক্রমণ পরিস্থিতিতে আপাতত সব ব্যাঙ্কের সব শাখা বন্ধ থাকবে সব শনিবারই। একই সঙ্গে সরকারের নির্দেশ ব্যাঙ্কে গ্রাহক পরিষেবার সময় কমিয়ে দেওয়া হোক। এর জন্য রাজ্য সরকার সময়ও ঠিক করে দিয়েছে। ব্যাঙ্কগুলিকে বলা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত গ্রাহকদের পরিষেবা দেওয়া যাবে।

এখন লকডাউনের আওতায় ব্যাঙ্ককেও যুক্ত করায় একটা নতুন প্রশ্ন তৈরি হল। সপ্তাহে দু’দিন লকডাউনের যে ঘোষণা করা হয়েছে তা শনি বা রবিবার না হলে কোন সপ্তাহে ব্যাঙ্ক চার দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে। সেক্ষেত্রে বাকি দিনগুলিতে ব্যাঙ্কের শাখায় গ্রাহকদের চাপ স্বাভাবিক ভাবেই বাড়বে।

উল্লেখ্য, দেশজুড়ে লকডাউনেও বন্ধ হয়নি ব্যাঙ্কিং পরিষেবা। বহু ব্যাঙ্ক কর্মীও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। এই নিয়ে ব্যাঙ্ক কর্মী সংগঠনের অনেক ক্ষোভও ছিল। এমনই কয়েকটি সংগঠনের রাজ্য শাখার প্রতিনিধিরা সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছিলেন যাতে, করোনা পরিস্থিতিতে সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খোলা রাখা হোক। বাকি দু’দিন স্যানিটাইজ করা হোক। সেই দাবিকে মান্যতা দিয়েছে নবান্ন। এবার লকডাউনের আওতাতেও নিয়ে আসা হল ব্যাঙ্ককে।

Previous articleদিল্লি উড়ে গেলেন এক ঝাঁক বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা, অমিত শাহদের সঙ্গে বৈঠক চলবে তাদের
Next articleবিশ্ব ধনীর তালিকায় ৫ নম্বরে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here