‘বাংলায় বহিরাগত গুন্ডারা আসছে, নরেন্দ্র মোদীর মতো মিথ্যাবাদী দেখিনি’,: বিষ্ণুপুরে মমতা

0
665

দেশের সময় ওয়েবডেস্কঃ:ভোটের মুখে বহিরাগত ইস্যু নিয়ে মোদী-মমতা তরজায় সরগরম বঙ্গ রাজনীতি। 

কাঁথির মঞ্চ থেকে যখন নরেন্দ্র মোদী দিদি, ও দিদি বলে আক্রমণ শানাচ্ছেন, তখন বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে মোদীর বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, “নরেন্দ্র মোদীর মতো মিথ্যাবাদী দেখিনি। খালি মিথ্যা কথা বলে। ভোটের আগে শুধু বড় বড় কথা। এই করে দেব, সেই করে দেব। আরে তোমরা তো বলেছিলে ১৫ লক্ষ করে টাকা দেব। দিয়েছ? দাওনি। ১৫ লক্ষ টাকা নাই, বিজেপিরও ভোট নাই।”

এদিন মোদীকে পালটা নিশানা করে মমতা বলেন, ‘বহিরাগত গুন্ডা কারা? জবাব দিন। বহিরাগত গুন্ডাদের নিয়ে আসছে। যারা বাংলায় থাকেন তাঁদের বহিরাগত বলি না। সে রাজস্থানি হোক, তামিল হোক বা অন্য কেউ। উত্তরপ্রদেশের গুন্ডাদের এখানে পাঠিয়ে দিচ্ছে। কপালে তিলক দিয়ে পান চিবোতে চিবোতে এখানে আসছে। বাংলার সংস্কৃতি নষ্ট করছে।’

বাংলার ভোট প্রচারে দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট নিয়ে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধারাবাহিক ঝাঁঝালো আক্রমণ শানাচ্ছেন মোদী এবং অমিত শাহ। এদিন বিজেপির বিরুদ্ধে পাল্টা সিন্ডিকেট প্রসঙ্গে তোপ দাগলেন দিদি। বিষ্ণুপুরের সভা থেকে মমতা বলেন, “নরেন্দ্র মোদীর তিনটি সিন্ডিকেট। একটা নরেন্দ্র মোদী, একটা অমিত শাহ আর একটা আদানি। সব ওরা খাবে আর কেউ খাবে না।”মোদীকে নিশানা করে মমতা আরও বলেন, ‘অন্য ফুল নয়, জোড়াফুলে ভোট দিন। প্রধানমন্ত্রীর চেয়ার সম্মান করি। কিন্তু মোদীর মতো এতবড় মিথ্যাবাদী দেখিনি। শুধু মিথ্যা কথা বলে। মোদী, শাহ, আদানি, তিনটি সিন্ডেকেট। আলু পেঁয়াজ সব লুঠ করে নেবে। তিনজনে মিলে খাবে শুধু।’

রান্নার গ্যাসের দাম নিয়ে এদিনও বিজেপিকে বেঁধেন তৃণমূলনেত্রী। তাঁর কথায়, “আমরা বিনা পয়সায় খাদ্য দেব আর রান্নার গ্যাসের দাম ৯০০ টাকা? ৯০০ টাকা দিয়ে ভাত ফোটাবেন নাকি বিজেপিকে ফোটাবেন।”এদিন বামেদেরও নিশানা করেন মমতা। সিপিএম-সহ বামেদের বক্তব্য, বাংলায় বিজেপির জমি তৈরি করে দিয়েছে তৃণমূলই। শুধু বামেরা কেন, কংগ্রেস নেতাদেরও একই বক্তব্য। আবদুল মান্নান, সুজন চক্রবর্তী, অধীর চৌধুরী, মহম্মদ সেলিমরা রোজই বলছেন, তৃণমূল আর প্রাক্তন তৃণমূলীদের মুক্ত মঞ্চ বিজেপির মধ্যে লোক দেখানো ঝগড়া হচ্ছে।

বহিরাগত ইস্যুতে মমতাকে আক্রমণ করে এদিন কাঁথিতে মোদী বলেছেন, ‘এই মাটি বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, মাতঙ্গিনি হাজরার। এই মাটিতে কোনও ভারতবাসী বহিরাগত নন। বঙ্গভূমি ও ভারতভূমি একই। সবাই ভারতমাতার সন্তান। যে বাংলায় গুরুদেব সব ভারতবাসীকে এক সূত্রে বেঁধেছেন, সেই বাংলায়, গুরুদেবের মাটিতে দিদি বহিরাগত বলছেন! আপনি অপমান করছেন সবাইকে।’ উল্লেখ্য, বাংলায় বিজেপি কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে বারংবার সরব হয়েছেন তৃণমূল নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, বহিরাগতদের বাংলা দখল করতে দেব না।’ এই প্রেক্ষিতে যেভাবে মোদী সুর চড়ালেন তা নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এদিন মমতা বলেন, “সিপিএম হাতে করে বিজেপিকে এনেছে। আর আমাদের দু’একটা গদ্দার গেছে। হাজার হাজার কোটি টাকা করেছে। সেই টাকা বাঁচাতে বিজেপিতে গেছে। আমরা বলেছি চাই না, যাও গেট আউট।”

অন্যদিকে, এদিন মমতা বলেন, ‘ভোট লুঠ করতে পারে। তাই পাহাড়া দিতে হবে।’ বিজেপি-কে নিশানা করে মমতা আরও বলেন, ‘সব বিক্রি করে দিচ্ছেন ওরা। রাজনৈতিক ভাবে হারান বিজেপি-কে। খেলা হবে, বিজেপি খালি হবে।’

Previous article‘আসল পরিবর্তন আসছে,২ মে দিদি যাচ্ছে’,কাঁথিতে মমতাকে নিশানা মোদীর
Next articleদেশের ১৮ রাজ্যে, করোনার ‘ডবল ভ্যারিয়ান্ট’, দোল-হোলি সহ অন্যান্য অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারির নির্দেশ রাজ্যগুলিকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here