বাংলাদেশে ফের ভয়াবহ ঘটনা! ঘুমন্ত অবস্থায় সংখ্যালঘু যুবককে পুড়িয়ে হত্যা নরসিংদীতে 

0
35

ফের বাংলাদেশে সংখ্যালঘু যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল। এ বার ঘটনাস্থল নরসিংদী। অভিযোগ, শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে পুড়িয়ে খুন করে দুষ্কৃতীরা। তিনি পুলিশ লাইন্স এলাকার খানাবাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ির ওয়ার্কশপের কর্মী ছিলেন। ওই ওয়ার্কশপের মধ্যেই তাঁকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে বাংলাদেশ-এর নরসিংদী শহরে, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। চঞ্চল কুমিল্লা জেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। নরসিংদী পুলিশ লাইনের খানাবাড়ি মসজিদ মার্কেট এলাকায় একটি গ্যারাজে কাজ করতেন তিনি।

শুক্রবার রাতে কাজ শেষ করে গ্যারাজের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন চঞ্চল। সেই সময়ই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গ্যারাজে আগুন লাগিয়ে দেয়। গ্যারাজের ভিতরে পেট্রোল, ইঞ্জিন অয়েল-সহ প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় দমবন্ধ ও অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ওই যুবকের।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং ঠান্ডা মাথায় করা হত্যা। আশপাশের সিসিটিভি ফুটেজে কয়েকজনকে গ্যারাজে আগুন লাগাতে দেখা গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “মামলার গুরুত্ব বিবেচনা করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। দেহ উদ্ধার করা হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। একাধিক দল অভিযুক্তদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।”
২০২২ সালের জনগণনা অনুযায়ী বাংলাদেশে প্রায় ১ কোটি ৩১ লক্ষ হিন্দু বসবাস করেন, যা মোট জনসংখ্যার প্রায় ৭.৯৫ শতাংশ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতও। বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র ক্ষমতাচ্যুতির পর থেকে একের পর এক হিংসার ঘটনায় আতঙ্ক বাড়ছে সংখ্যালঘু মহলে।

প্রসঙ্গত উল্লেখ্য,এক সপ্তাহ আগেই গাজিপুর জেলায় এক হিন্দু মিষ্টির দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়। একই সময়ে সিলেটে এক হিন্দু পরিবারের বাড়িতে আগুন লাগানো হয় এবং ফেনিতে এক হিন্দু অটোচালককে ছুরিকাঘাতে খুন করা হয়। নরসিংদীর এই ঘটনাকে ঘিরে ফের প্রশ্ন উঠছে—বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা আদৌ কতটা নিরাপদ?

Previous articleAbhishek Banerjee: ‘দরকারে গাঁটের কড়ি খরচ করে ওয়ার রুম চালান’, SIR-এর শেষবেলায় ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট বার্তা অভিষেকের
Next articleSIRশুনানিতে শশী পাঁজাকে তলব, ডাক পেলেন দেবাংশুও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here