বনগাঁ হাসপাতালে করোনার চিকিৎসা চালু

0
1058

দেশের সময়: করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু গোটা দেশ। এই রাজ্যেও প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বনগাঁ মহকুমা হাসপাতালে কোভিড ওয়ার্ড চালু করার সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে।

গতবছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর বনগাঁ হাসপাতালে করোনা চিকিৎসার ব্যবস্থা চালু করার দাবি তুলেছিলেন স্থানীয়রা। কিন্তু পরিকাঠামোগত সমস্যার কারণে তা চালু করতে পারেনি স্বাস্থ্য দপ্তর। পরিবর্তে জ্বরের ওয়ার্ড চালু হয়। হাসপাতালের ওই ওয়ার্ডে জ্বরের রোগীদের ভর্তি করে চিকিৎসা করা হচ্ছিল।

তারপর তাদের মধ্যে যাদের করোনা সংক্রমণ ধরা পড়ছিল, তাদেরকে প্রয়োজন মত অন্য কোন কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। এ বছর নতুন করে করোনার উপদ্রব বেড়েছে। আগের তুলনায় সংক্রমণের হার অনেক বেশি‌। এই পরিস্থিতিতে হাসপাতলে করোনা চিকিৎসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।

এ ব্যাপারে বনগাঁ হাসপাতাল সূত্রে জানা গেছে, আগের জ্বরের ওয়ার্ডটিকে তুলে দিয়ে সেখানেই ৫০ শয্যার করোনা ওয়ার্ড চালু করা হচ্ছে আজ, শনিবার থেকে। পরিকাঠামো উন্নয়ন এর জন্য সহযোগিতা করবে জেলা স্বাস্থ্য দপ্তর।

Previous articleবাগদা গুলি-কাণ্ডে অভিযুক্ত এসআই, গ্রেফতার ৫, বিজেপির বিক্ষোভ
Next articleঅক্সিজেন সরবরাহে কেউ বাধা দিলে ফাঁসি দেব, হুঁশিয়ারি দিল্লি হাইকোর্টের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here