দেশের সময়, বনগাঁ: গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ সীমান্ত থেকে কয়েক লক্ষ্য কয়েন উদ্ধার করল বনগাঁ থানার পুলিশ৷ সূত্রের খবর বাংলাদেশের বিভিন্ন ব্লেড কোম্পানীতে এই সমস্ত কয়েনের ব্যাপক চাহিদা থাকায়,চোরা পথে পাচারের রমরমা ব্যাবসা চলছে দীর্ঘদিন ধরেই৷ বনগাঁ থানার পুলিশ সক্রিয় হওয়ায় শনিবার হাতে নাতে ধরে ফেলে বস্তাবোঝাই কয়েন সহ গাড়িটিকে। এখনও পর্যন্ত হিসাব পাওয়া যায়নি কি পরিমান কয়েন রয়েছে বস্তা গুলিতে৷ পুলিশ সূত্রে জানা যায় তদন্ত চলছে সঠিক তথ্য জানানো হবে সময় মত৷
বিস্তারিত আসছে…