দেশের সময়, বনগাঁ: মতুয়া সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে বনগাঁ শহরে রোড শো করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। প্রখর রোদ উপেক্ষা করে এদিন প্রচুর বিজেপি নেতা কর্মী সমর্থক এই রোড শোয়ে পা মেলান।
বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বনগাঁ বিডিও অফিসের স্থায়ী হেলিপ্যাডে জে পি নাড্ডার হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে গাড়িতে করে ত্রিকোণ পার্কের কাছে চাকদা রোডের ধারে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন তিনি। সেখান থেকে শুরু হয় রোড শো। গাড়িতে করে এই রোড শোয়ে উপস্থিত থাকেন জে পি নাড্ডা।
চাকদা রোড থেকে শুরু করে স্কুল রোড, কোর্ট রোড, বাটার মোড়, রাখালদের সেতু পার করে মতিগঞ্জ চৌমাথায় এসে শেষ হয় এই রোড শো। সেখান থেকে ফের গাড়িতে করে হেলিপ্যাডে উপস্থিত হন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে করে পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন।
এদিনের রোড শোয়ে সর্বভারতীয় সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন দলের সাংসদ শান্তনু ঠাকুর, বনগাঁ মহকুমার ৪ কেন্দ্রের দলের চার প্রার্থী সহ সাংগঠনিক জেলার বিভিন্ন স্তরের নেতারা। রোড শোয়ে মতুয়ারা ঢাক, ডঙ্কা, কাশর নিয়ে হাজির ছিলেন। তাদের উপস্থিতিতে রোড শো অন্য মাত্রা পায়।