বনগাঁ মতিগঞ্জে ৩ রাউন্ড গুলি চালিয়ে বাইকে চেপে পালাল ২ দুষ্কৃতী:দেখুন ভিডিও:

0
2369

দেশের সময়,বনগাঁ: পুজোর জমজমাট বাজারে তখন ক্রেতাদের ভিড়, মতিগঞ্জ হাট এর কাছে হঠাৎই গুলির শব্দে পথচারীরা হক চকিয়ে এদিক সেদিক ছোটা ছুটি করতে শুরু করেন৷ অনেকেই বুঝে উঠতে পারেননি ঠিক কি ঘটেছে৷শুধু শব্দ শুনেই বুঝতে পারেন এটা বাজি বা পটকা নয়৷

কিছুক্ষণ বাদেই ঘটনা স্থলে থাকা সাধারন মানুষ বুঝতে পারেন মতিগঞ্জ হাটখোলা মোড়ে বনগাঁ বাগদা সড়কে একটি বিলাতি মদের দোকানের সামনে আচমকাই একটি মোটর বাইকে করে আসে দুই দুষ্কৃতী এবং তারা ওই দোকানের সামনে গুলি চালিয়ে পালিয়ে যায় সকলের চোখের সামনে দিয়ে৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ শহরে ৷দেখুন ভিডিও:

শনিবার রাত ৯টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বনগাঁ থানার মতিগঞ্জ হাটখোলা মোড়ে বনগাঁ বাগদা সড়কে একটি বিলাতি মদের দোকানের সামনে আচমকাই একটি মোটর বাইকে করে আসে দুই দুষ্কৃতী ৷

দুষ্কৃতীরা মাথায় হেল মেট পড়ে ছিল বলে জানান স্থানীয় ব্যাবসায়ীরা৷ বাইক থেকে একজন নেমে কোমরে থাকা আগ্নেয়াস্ত্র বার করে দোকানের দিকে তাক করে পরপর দুটি গুলি ছোঁড়ে । ফিরে যাওয়ার পথে বাইকে উঠে আরও একটি গুলি ছোঁড়ে শূন্যে ৷

দুই বাইক আরোহী মাথায় হেলমেট দেওয়া ছিল ফলে স্থানীয়রা কেউ শনাক্ত করতে পারেনি তাদেরকে৷ এই ঘটনায় ওই দোকানের এক কর্মচারী অল্পবিস্তর আহত হয়েছেন ৷ দোকানের সামনের সাইনবোর্ড ছিদ্র হয়ে একটি গুলি গিয়ে লাগে দোকানের কর্মচারীর পায়ে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়৷

বনগাঁ শহরের বুকে গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি গুলির খোল। বনগাঁ থানার পুলিশ এলাকার সমস্ত সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছেন তদন্ত চলছে ৷

Previous articleরাজনৈতিক শক্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়েই বনগাঁর উন্নয়নে পা বাড়ালেন শঙ্কর
Next articleDesher Samay epaper

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here