দেশের সময় ওয়েবডেস্ক: সন্ধে নামতেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হল বর্জ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি। চলছে ৫০–৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণাতেও শুরু হয়েছে ঝড়বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই সতর্কবার্তা দিয়েছিল।
বুধবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। আমফানের পরেও শহরে ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিল। সন্ধে নামতেই শুরু হয়ে যায় বঙ্গে তুমুল বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। নিউটাউনেও তুমুল ঝড়বৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বনগাঁয় ব্যপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে আতঙ্কে রয়েছে মানুষ৷