দেশের সময় , বনগাঁ: দল ছেড়েছেন তবুও পিছু ছাড়ছে না বিতর্ক। বনগাঁ উত্তর পৌর মন্ডলের বিজেপির সহ-সভাপতি শর্মিষ্ঠা ঘোষ বর্ধন গত ৩ তারিখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন। তাঁর দল ছাড়ার বিষয়কে কটাক্ষ করেছেন বনগাঁ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ওই দলত্যাগী নেত্রী। দিন কয়েক আগে ফেসবুক লাইভে ওই নেতার বিরুদ্ধে বিষোদগার করেছেন তিনি।
তবে পালটা প্রতিক্রিয়ায় অবশ্য বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, তিনি শর্মিষ্ঠা ঘোষকে কোনও কটূক্তি নয়, দল ছাড়ার পর সাধারন একটা প্রতিক্রিয়া জানিয়েছিলেন । অন্যদিকে এই ঘটনাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বনগাঁ তৃণমূল নেতৃত্ব।
এর আগে হাবড়া পুরসভার সদ্য প্রাক্তন প্রশাসকের ফেসবুক পোস্ট ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছিল। পোস্টে তৃণমূল নেতা বুঝিয়ে দেন, দুঃসময়ে দলের পাশে থাকলেও, মর্যাদা পাননি। দল যে এ ধরনের পোস্ট সমর্থন করে না বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। শাসক নেতার পোস্ট নিয়ে সেই সময় শাসক দলকে খোঁচাও দিতে ছাড়েনি বিজেপি।
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার হাবড়ার তৃণমূল নেতা নীলিমেশ দাসের ফেসবুক পোস্ট! সপ্তাহখানেক আগেই যাঁকে সরানো হয়েছে হাবড়ার পুর-প্রশাসকের পদ থেকে! তারপরই সোশাল মিডিয়ায় আক্ষেপ ভরা এই লেখা! কেন, কার উদ্দেশ্যে এই পোস্ট, সে ব্যাপারে হাবড়ার তৃণমূল নেতা নীলিমেশ দাস যদিও কোনও মন্তব্য করতে চাননি! তবে রাজনৈতিক মহলে জল্পনা, এর নেপথ্যে কাজ করছে তৃণমূলের গোষ্ঠীকোন্দলই।
গত লোকসভার পরে বিধানসভা ভোটেও, হাবড়ার প্রাক্তন পুর-প্রশাসক নীলিমেশ দাসের ১৮ নম্বর ওয়ার্ড থেকে লিড পায়নি তৃণমূল! এই নিয়ে অসন্তোষের মাঝেই নীলিমেশ দাসকে পুর-প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি, প্রশাসকমণ্ডলীতেও তিনি জায়গা পাননি! তার জেরেই কি এই পোস্ট? কারও নাম না থাকলেও, এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন হাবড়ার বর্তমান পুর-প্রশাসক।
এদিকে দলত্যাগী বনগাঁ উত্তর পৌর মন্ডলের বিজেপির সহ-সভাপতি শর্মিষ্ঠা ঘোষ বর্ধন সদ্য তৃণমূল শিবিরে পা রাখার পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বাক যুদ্ধ ৷
https://m.facebook.com/story.php?story_fbid=1953383661476626&id=100015060491158