বনগাঁয় বিনা চিকিৎসায় নির্মমভাবে মৃত্যু হল একটি ষাঁড়ের,প্রতিবাদে রাস্তা অবরোধ

0
1142

দেশের সময় ওয়েবডেস্কঃ একপ্রকার বিনা চিকিৎসায় নির্মমভাবে মৃত্যু হল একটি ষাঁড়ের। প্রশাসনিক গাফিলতির জন্য ষাঁড়টির এমন মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে ক্ষুব্ধ এলাকার মানুষ বনগাঁ-চাকদা রোডের প্রতাপগড় এলাকায় অবরোধ করলেন। জানা গেছে, বনগাঁর অলিতে গলিতে ঘুরে বেড়াতো ভোলা নামে একটি ষাঁড়।

দীর্ঘ চার দিন ধরে অসুস্থ হয়ে বনগাঁ প্রতাপগড় এলাকায় ঘোরাফেরা করছিল সে। এলাকার মানুষের দাবি, বনগাঁ থানার পুলিশকে একাধিকবার খবর দেওয়া হলেও ষাঁড়ের চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি। আজ সকালে দমকল বিভাগের কর্মীরা এসে শেকল দিয়ে বেঁধে রেখে যায় ভোলাকে। এরপর দুপুর নাগাদ মৃত্যু হয় ভোলার।

চিকিৎসার বদলে প্রশাসনের লোকজনের এহন কর্মকান্ডে বনগাঁ প্রতাপগড় এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা মৃত ভোলাকে চাকদা-বনগাঁ সড়কের উপরে রেখে অবরোধ শুরু করেন। বিনা চিকিৎসায় মৃত্যুর জন্য প্রশাসন দায়ী বলে দাবি করেন অবরোধকারী সুমিত বিশ্বাস, তন্ময় বৈরাগীরা। আধ ঘন্টা ধরে অবরোধ চলার পরে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। পুলিশের অনুরোধেই শেষ পর্যন্ত অবরোধ তুলে নেওয়া হয়।

Previous articleঅক্ষত ‘বিক্রম’, অরবিটারের ক্যামেরায় ধরা পড়ল ছবি
Next articleবিক্রম চাঁদেই, দক্ষিণ মেরুতে আমরাই প্রথম,ঘোষণা ইসরোর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here