বনগাঁয় নাবালিকার বিয়ে রুখল প্রশাসন

0
855

দেশের সময় বনগাঁ: প্রশাসন সূত্রে জানা গেছে, পাইকপাড়ার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা কালিপদ হালদারের মেয়ে ১৪ বছরের রুপালি হালদারের আগামী ২৩ ফেব্রুয়ারি এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল।

বিশেষ সূত্রে সেই খবর পেয়ে সোমবার সকালে নাবালিকার বাড়িতে হাজির হন বনগাঁ ব্লকের নতুন সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ্য দত্ত। সঙ্গে ছিলেন এদিনই জয়েন করা ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শৈবেন্দু মাইতি, শিল্প উন্নয়ন আধিকারিক দেবাশীষ হালদার সহ অন্যান্য আধিকারিকেরা।

প্রশাসনের কর্তারা নাবালিকা এবং তার পরিবারকে বোঝান যে, ১৮ বছর বয়সের আগে বিয়ে হয়ে গেলে কি কি সমস্যা হতে পারে। কি কি সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারে পরিবার।সবকিছু শোনার পর নাবালিকার মা প্রতিমা হালদার প্রশাসনিক কর্তাদের কাছে লিখিত প্রতিশ্রুতি দেন যে, যতদিন না তাদের মেয়ে সাবালিকা হচ্ছে, ততদিন তারা মেয়েকে বিয়ে দেবেন না। প্রশাসনিক কর্তারা ওই পরিবারকে কথা দেন যে, ওই নাবালিকা যতদিন পড়াশোনা করতে চায়, ততদিন তার পাশে থাকবে প্রশাসন।

Previous articleমুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দুই বিজেপি নেতার, তৃণমূলে ঘর ওয়াপসির জল্পনা: ষোড়শ বিধানসভার ফটোসেশনে থাকল তৃণমূল-বিজেপি, ফ্রেম আউট বাম-কংগ্রেস
Next articleমোদীর চোখে জল, গুলাম নবিকে বিদায় দিতে গিয়ে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here