বনগাঁয় ত্রিপলে ঢাকা গাড়ি সহ ৪ জনকে আটক করল পুলিশ

0
3060

দেশেরসময়,বনগাঁ: একটি ত্রিপল দিয়ে ঢাকা গাড়ি বনগাঁ রাখাল দাস সেতু পার করে পেট্রাপোল সীমান্তের দিকে ছুটছিল, মতিগঞ্জ নেতাজী মার্কেট এলাকার কিছু যুবকের সন্দেহ হয়, গাড়িটিতে অন্য কিছু রয়েছে,এই ভাবনাতে গাড়ির চালক কে গাড়ি থামাতে বললে,চালক নাক উচিয়ে আরও জোরে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় মানুষ গাড়িটিকে ঘিরে ধরে এবং বনগাঁ থানার পুলিশ ডেকে আনেন৷ পুলিশ এসে গাড়ি থেকে চার ব্যক্তিকে আটক করে৷ ঘটনাটি ঘটেছে,রবিবার সকাল ১১ টা নাগাদ বনগাঁ শিমুলতলা এলাকার যশোর রোডে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, লরি চালক ও খালাসি সহ আরও দুই ব্যক্তি কে লরির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে৷প্রাথমিক ভাবে জানাগিয়েছে লরির চালকের কথায় তারা হেলেঞ্চার উদ্দেশ্যে বেরিয়েছে কিন্তু গাড়িতে থাকা অন্য দুই ব্যক্তি জানায় তারা পেট্রাপোল এর উদ্দেশ্যে যাচ্ছিল,তাদের কথায় অনেক অসঙ্গতি থাকায় পুলিশ লরি সহ তাদেরকে আটক করে বনগাঁ থানায় নিয়ে যায়৷

কয়েকদিন আগেও এভাবেই একটি গাড়ি ভর্তি বাংলাদেশীর দল এই পথ দিয়েই ওপার বাংলায় যাওয়ার সময় ঠিক এভাবেই ধরে ফেলেছিল স্থানীয় মানুষ,আজকের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Previous articleলকডাউন কি বাড়বে? সোমবার মোদীর বৈঠক গুরুত্বপূর্ণ
Next articleপুরীতে প্রথা বদলে রথযাত্রা,লোকারণ্য নয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here