বনগাঁয় ডগ শো

0
794

দেশের সময় ওয়েবডেস্ক:- পথ সারমেয়দের চিকিৎসা, ভ্যাকসিন করার পাশাপাশি সারমেয় প্রেমীদের অভিনব উদ্যোগে বনগাঁ ক্যানেল ক্লাব এর পক্ষ থেকে রবিবার বিকেল চারটে নাগাদ স্থানীয় তালতলা এ্যাথেলেটিক ক্লাব মাঠে বিভিন্ন প্রজাতির সারমেয়দের নিয়ে প্রদর্শনী করতে দেখা গেল৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০ টি সারমেয় অংশ নেয় এই প্রদর্শনীতে৷ উদ্যোক্তাদের পক্ষে অমিত সোনাই সাধু বলেন” কলকাতা ,আসানসোল সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রজাতির সারমেয় এসেছিল অংশগ্রহণ করবার জন্য৷ সকলের জন্যই ছিল পুরস্কার। প্রথম ,দ্বিতীয় ,তৃতীয় স্থানাধীকারির জন্য ছিল বিশেষ পুরস্কার। এখানে সারমেয় পালনের বিশেষ পরামর্শ দেন বিশেষ এক্সপার্টরা। সারমেয় আমাদের বন্ধু, তাদেরকে ভালবাসবার জন্য বার্তাদিতেই দিতেই এই উদ্যোগ বলেন জানান উদ্দ্যগতারা। এদিন এই প্রদর্শনী দেখতে ভিড় করেন ছোট থেকে বড় সকলেই৷

Previous articleআপনি আমাকে পছন্দ নাই করতে পারেন,তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই:বিরাট
Next article”ট্রাভেলগ”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here